বোয়ালখালীতে অভিযানে ৯৫ হাজার টাকা জরিমানা

0
200

বোয়ালখালী উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সরকারি আইন অমান্য করার দায়ে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ৯৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার (১১ এপ্রিল) উপজেলা সদর, কালুরঘাট ব্রিজ, পশ্চিম গোমদন্ডী, জোটপুকুর পাড়, কানুনগো পাড়া, কালাইয়ার হাট, দাসের হাট, হাজীর হাট এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মোজাম্মেল হক চৌধুরী।

albion ad700

তিনি জানান, আইন অমান্য করে চা দোকানসহ বিভিন্ন দোকান খোলা রাখা, অকারণে হেলমেটবিহীন বাইকে ২-৩ জনের চলাচল, সন্ধ্যার পর অযথা রাস্তায় ঘোরাঘুরি ও প্রশাসনের নিষেধ অমান্য করে হাট-বাজার বসানোর অভিযোগে অন্তত ৩০ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ৯৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে সবাইকে সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য পরামর্শ দেওয়া হয়েছে বলে জানান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মোজাম্মেল হক চৌধুরী।