সেলিম চৌধুরী সিএনএন বাংলাদেশ ঃ- বোয়ালখালীতে পালিয়ে আসা করোনা আক্রান্ত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেছে উপজেলা প্রশাসন, এতে জনমনে স্বস্তি ফিরছে,
জানাযায় উপজেলার , খিতাপচরের বাবুল সিংহ নামে ষাটোর্ধ এক লোক করোনা উপসর্গ নিয়ে নগরীর ম্যাক্স বেসরকারি হাসপাতালে ভর্তি হয় , পরে করোনা পরীক্ষা করা হলে আক্রান্ত রোগীর শরীরে করোনা সনাক্ত হয়, এতে বেসরকারি হাসপাতাল ম্যাক্স হতে ছাড়পত্র দিলে আক্রান্ত ব্যক্তি আইসোলেসন না গিয়ে গোপনে চলে আসে বোয়ালখালী উপজেলার সারোয়াতলী ইউনিয়নে খিতাবচর গ্রামের বাড়ীতে, এদিকে করোনা আক্রান্ত ব্যক্তি বোয়ালখালী আসার খবরে চারিদিকে আতংক ছড়িয়ে পড়ে। এলাকাবাসীর মাধ্যমে এ খবর উপজেলা প্রশাসনের কাছে পৌঁছালে উপজেলা নির্বাহী অফিসার আছিয়া খাতুন, সহকারী কমিশনার ভূমি মোজাম্মেল হক চৌধুরী, অফিসার ইনচার্জ আবদুল করিম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার প্রতিনিধি সহ খিতাবচর গ্রামে তার বাড়ীতে গিয়ে আক্রান্ত ব্যক্তিকে উদ্ধার করে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে স্হানান্তর করে।
এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার আছিয়া খাতুন বলেন
১৪ তারিখ রাত ১০টার খবর পাওয়া যায় বোয়ালখালী উপজেলার সারোয়াতলী ইউনিয়নের খিতাবচর গ্রামে জনৈক ব্যক্তির করোনা আক্রান্ত ব্যক্তি অবস্থান নিয়েছে, সাথে সাথে উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সদস্যদের নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হই, সাথে থাকা চিকিৎসক এর সিদ্ধান্ত অনুযায়ী আক্রান্ত ব্যক্তিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর এ্যাম্বুলেন্স যোগে তাৎক্ষণিক চট্টগ্রাম জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়,
রোগী সর্বশেষ অবস্থা তার যাতায়াত এর স্থানসহ সার্বিক বিষয় পর্যালোচনা করে উপজেলা করোনা প্রতিরোধ কমিটি।পরে ঐ বাড়ি সহ আশেপাশে ২০ ঘর কে লকডাউন করা হয়।
উপজেলা প্রশাসন বোয়ালখালী চট্টগ্রাম আবারো আহবান জানাচ্ছে আপনারা ঘরে থাকুন, নিজের ও পরিবারের যত্ন নিন। অসুস্থতা অনুভব করলে বিষয়টি না লুকিয়ে নিজের, পরিবারের, সমাজ ও দেশের সার্থে টেলিফোনে চিকিৎসক এর পরামর্শ নিন।
বাড়ি বাংলা’র চট্টগ্রাম বোয়ালখালীতে করোনা আক্রান্ত রোগীকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণে জনমনে স্বস্তি, ...