বোয়ালখালীতে ছাত্রসেনা নেতা ইরফান পরকীয়ায় ধরা, টাকাতেই মিমাংসা

0
24

বিশেষ প্রতিনিধি :-
বোয়ালখালীর পূর্ব গোমদন্ডী রোহাই পাড়া এলাকায় প্রবাসীর বউয়ের সাথে আপত্তিকর অবস্থায় ধরা পড়ে স্থানীয়দের গণপিটুনির শিকার হয়েছে ছাত্রসেনার পদধারী নেতা ও কথিত মৌলভী ইরফানুল করিম। গত ২২ আগষ্ট (মঙ্গলবার)বিকেলে স্হানীয়রা গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে অন্তরঙ্গ অবস্হায় দেখে ফেলে
পরে বিক্ষুব্ধ জনতা ইরফানুল করিম নামের যুবককে মারধর করে।
ইরফানুল করিম পৌরসভা ৮নং ওয়ার্ডের গোলদার পাড়া এলাকার মরহুম আবদুল মান্নানের ছেলে সে গাউসিয়া কমিটি গোলদার পাড়া শাখার সভাপতি ও বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার পৌরসভা কমিটির সহ সভাপতির দায়িত্ব পালন করছে।

এবিষয়ে ইরফানুল করিম বলেন, বিষয়টি এক লক্ষ পঞ্চাশ হাজার টাকায় স্হানীয়দের মাধ্যমে মুচলেকা দিয়ে মিমাংসা করা হয়েছে। যা হওয়ার হয়েছে
এ নিয়ে আর কোন কথা বলতে চাই না

আরও জানা যায়,
কধুরখীল মাদরাসায় পড়কালীন সময়ে মাদরাসার হোস্টেল কক্ষে অসামাজিক কার্যকলাপে লিপ্ত অবস্হায় সিনিয়রদের হাতে ধরা পড়ে।
পরে পৌরসভার ৩ নং ওয়ার্ডের ছমদ আলী বলীর বাড়ীর ফোরকানিয়া মাদ্রাসায় ইমামের দায়িত্ব নেয় । হাতেগোনা মুসল্লী থাকার শর্তে ও তাদের দলীয় সুবিধা আদায়ের জন্য ফোরকানিয়া মাদ্রাসাটিকে রাতারাতি জামে মসজিদে রূপ দেয় । সে সময় ইমামের দায়িত্বে থাকা অবস্থায় ধর্মীয় ও সমাজের বিপক্ষে গিয়ে তাদের দলীয় কর্মসূচি পালন করেন । পাশাপাশি মাদ্রাসার ছাদের উপর নির্মিত ইমামের কক্ষে তাবিজ-কবচের ব্যবসা চালিয়ে যায়। এলাকাবাসীর তোপের মুখে অভিযুক্ত ইমাম ইরফানুল করিমকে ছমদ বলীর বাড়ী ফোরকানিয়া মাদরাসা থেকে বরখাস্ত করা হয়। পরে সে গোমদন্ডী রোহাই পাড়া এলাকায় একটা বাসা ভাড়া নেয়। এখানে তাবিজ কবজের আড়ালে অসামাজিক কার্যকলাপে লিপ্ত হয়েছে। সে নিজেকে ইসলামিক বক্তা হিসেবে দাবি করে

বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ
আছহাব উদ্দিন বলেন, এঘটনাকে কেন্দ্র করে কোন অভিযোগ পাওয়া যায়নি
অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।