বোয়ালখালীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্ট’র উদ্বোধন

0
21

এম.জাহিদ হাসান . বোয়ালখালী(চট্টগ্রাম)
বোয়ালখালীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্ট (অনুর্ধ-১৭) খেলার উদ্বোধন করেছেন উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি চট্টগ্রাম-৮ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোছলেম উদ্দিন আহমদ।
বোয়ালখালী উপজেলা প্রশাসনের আয়োজনে ২৮ মে গোমদন্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাট প্রাঙ্গনে এ উপলক্ষে অনুষ্ঠিত উদ্বোধনী সভায় সভাপতিত্ব করেন- বোয়ালখালী উপজেলা নির্বাহী অফিসার নাজমুন নাহার। এতে অতিথি ছিলেন- উপজেলা চেয়ারম্যান মোঃ নুরুল আলম, ভাইস চেয়ারম্যান এসএম সেলিম, মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা বেগম, সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা আকতার,মেয়র হাজী আবুল কালাম আবু, ওসি মোঃ আবদুল করিম।
ক্রীড়াবিদ হারুনুর রশীদ রশিদ বাবলু’র উপস্থাপনায় অনুষ্ঠিত এ সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ নুরুল আমিন চৌধুরী, সি.সহ সভাপতি রেজাউল করিম বাবুল, পৌর আওয়ামীলীগের আহবায়ক জহিরুল ইসলাম জহুর, উপজেলা আ’লীগের যুগ্ম সাধারন সম্পাদক শহিদুল ইসলাম, শাকপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল মান্নান মোনাফ, পোপাদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম জসিম, আহল্ল করলডেঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হামিদুল হক মান্নান, পশ্চিম গোমদন্ডীর
প্যানেল চেয়ারম্যান হোসনেয়ারা বেগম, বোয়ালখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি অধীর বড়ুয়া, ডাঃ মিহির বরণ বড়ুয়াসহ রাজনৈতিক,সামাজিক, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। উদ্বোধনী খেলায় অংশ গ্রহণ করে শাকপুরা ইউনিয়ন পরিষদ ফুটবল একাদশ বনাম করলডেঙ্গা ইউনিয়ন পরিষদ ফুটবল একাদশ। খেলায় রেফারীর দায়িত্বে ছিলেন ফুটবলার মোঃ মাইদুল ইসলাম। উদ্বোধন কালে প্রধান অতিথি মোছলেম উদ্দিন আহম্মদ বলেন – বর্তমান সরকারের সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা খেলাধুলাকে বিশেষ দৃষ্টিতে রেখে কাজ করে যাচ্ছেন। আজকের এ টূর্ণামেন্টই এর প্রমান। এ টূর্ণামেন্টে উপজেলা পর্যায়ে খেলে স্থানীয় খেলোয়াড়েরা তাদের মেধার বহির্প্রকাশ ঘটাতে সক্ষম হবে। এ টূর্ণামেন্ট থেকে হয়তো একদিন সবাই দেখবেন আপনার পাশের বাড়ীর খেলোয়াড়টি জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ফুটবল খেলছে। তাতেই আপনাদের প্রাপ্তি ঘটবে।