বোয়ালখালীতে নান্দনিক শিশু পার্ক ও সুইমিংপুল উদ্বোধন করলেন জেলা প্রশাসক

0
31

নিজস্ব প্রতিবেদকঃ বোয়ালখালী উপজেলা সদরে নান্দনিক শিশু পার্ক, সুইমিংপুল ও পরিষদের হল রুম স্বাধীনতা উদ্বোধন করেছেন চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান।

সোমবার (২৩ অক্টোবর) বিকেলে শিশু পার্কের ফলক উন্মোচনের মাধ্যমে পার্কটি উদ্বোধন করেন তিনি।

উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম, ভাইস চেয়ারম্যান এস এম সেলিম, মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা বেগম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুন, পৌরসভার মেয়র জহুরুল ইসলাম জহুর, বোয়ালখালী প্রেসক্লাবের সভাপতি মোঃ সিরাজুল ইসলাম,সহ-সভাপতি এডভোকেট সেলিম চৌধুরী, যুগ্ন-সম্পাদক ইয়াছিন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক সৈয়দ মোঃ নজরুল ইসলাম, প্রচার সম্পাদক এস,এম নাঈম উদ্দিন, সাইফুদ্দিন খালেদ, জাহিদ হাসান ও শাহা আলম বাবলু।
এছাড়া উপজেলা পরিষদের দপ্তর নেতৃবৃন্দ সহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও পৌরসভার কাউন্সিলরবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে তিনি উপজেলা স্বাধীনতা হল রুম উদ্বোধন করার পর স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক ও রাজনীতিবীদদের সাথে মতবিনিময় সভা করেন এবং দুইজন ভিক্ষুককে পূর্ণবাসন ও শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন।