বোয়ালখালী প্রতিনিধি ঃ বোয়ালখালী উপজেলা সরোয়াতলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ সমর্থিত নৌকা প্রতিকের প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান বেলাল হোসেনের সমর্থকের বিরুদ্ধে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের সমর্থিত চেয়ার মার্কার প্রার্থী মহিউদ্দিন চৌধুরী জসিমের সমর্থকের উপর হামলার অভিযোগ উঠেছে।
ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের চেয়ারম্যান প্রার্থী মহিউদ্দিন চৌধুরী জসিম বলেন,
নির্বাচনী প্রচারণার পোস্টার লাগানোর সময় চেয়ারম্যান প্রার্থী বেলালের সমর্থকরা আমার কর্মীদের উপর হামলা করে।
প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে তিনি আরও বলেন,
আমার দলের শক্ত অবস্থানের কারনে নিশ্চিত পরাজয় ভেবে হামলা করেছে।
সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে এটাই আমার কাম্য।
এদিকে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের নেতৃবৃন্দরা ঘটনাটির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। ইসলামিক ফ্রন্ট নেতা মহিউদ্দিন আহমদ ইমন বলেন,
লেবেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করুন না হয় এই তামাশা বন্ধ করুন।
চেয়ার মার্কার পোস্টার লাগানোর সময় প্রতিপক্ষ প্রার্থীর ক্যাডাররা আমাদের কর্মীর উপর হামলা চালিয়েছে
এমনকি পোস্টারগুলো কেড়ে নিয়ে যায়। ওরা নির্বাচনে নিশ্চিত পরাজয় আঁচ করতে পেরে এ ন্যক্কারজনক ঘটনাটির জন্ম দিয়েছে ।
আমি অবিলম্বে ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি দেয়ার দাবী জানাচ্ছি।