বোয়ালখালীতে ফ্রি চিকিৎসা ক্যাম্পের অনুষ্ঠানে বক্তারা আর্ত-মানবতার সেবায় কাজ করছে লায়ন্স ক্লাবস অব গ্রীণ সিটি

0
14

বোয়ালখালী প্রতিনিধি
মানবিক মানুষ হয়ে মানবতার জন্য কাজ করা দেশের সুনাগরিকের অন্যতম কাজ। সে লক্ষে আর্ত-মানবতার সেবায় কাজ করছে লায়ন্স ক্লাবস অব গ্রীন সিটি। গতকাল শনিবার বোয়ালখালীর খায়ের মনজিল দরবার শরীফ ওয়াকফা এস্টেট পরিচালনা কমিটি ও আবুল কালাম ভোলার পরিবারের সহযোগিতায় অনুষ্ঠিত বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প ও শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। লায়ন্স ক্লাবস অব চিটাগং গ্রীন সিটির ব্যবস্থাপনায় সভায় প্রধান অতিথি ছিলেন লায়ন্স স্কলারশিপ ট্রাস্টের চেয়ারম্যান লায়ন মো. মোস্তাক হোসেন পি.এম.জে.এফ। লায়ন মোহাম্মদ কামরুজ্জামান এম.জে.এফ’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন লায়ন্স জেলা ৩১৫-বি৪ এর কেবিনেট সেক্রেটারি লায়ন এস. এম আশরাফুল আলম আরজু এম.জে.এফ, উপজেলা আ. লীগের সি. সহসভাপতি রেজাউল করিম বাবুল। অতিথি ছিলেন জেলা কো-অর্ডিনেটর লায়ন হাসান মাহমুদ চৌধুরী জি.এম.টি, কনসার্ন রিজিয়ন চেয়ারপার্সন লায়ন আশরাফ উল্লাহ এম.জে. এফ, বিজিএমইএ’র সহসভাপতি বাকিবুল আলম চৌধুরী ও বোয়ালখালী প্রেস ক্লাবের সভাপতি মো. সিরাজুল ইসলাম। মো. ফারুক ইসলাম ও শামসুল করিম লিটনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন লায়ন্স ক্লাবস অব চট্টগ্রাম গ্রীন সিটির সদস্য মোস্তফা কামাল মানিক। অনুষ্ঠানে ৫ শতাধিক মানুষকে চিকিৎসা সেবা প্রদান, শিক্ষা সামগ্রী বিতরণ, বস্ত্র বিতরণ, করোনার সুরক্ষা সামগ্রী বিতরণ ও ১২ শতাধিক মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।