বোয়ালখালী ( চট্টগ্রাম) প্রতিনিধি
বোয়ালখালী উপজেলার মধ্যম কধুরখীল এলাকায় বড়শি পাশকে কেন্দ্র করে দ্বন্দ্বের এক পর্যায়ে হাতাহাতিতে আহত আবু তৈয়ব(৫২) নামের এক মৎস্য শিকারীর মৃত্যু হয়েছে।
গত ২০ সেপ্টেম্বর ( বৃহস্পতিবার) বিকেলে উপজেলার মধ্যম কধুরখীল এলাকায় এ ঘটনাটি ঘটে।
পরে আবু তৈয়বকে নগরীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পরে ২২ শে সেপ্টেম্বর ( শুক্রবার) সন্ধ্যায় মৃত্যু বরণ করেন।
এবিষয়ে বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ আছহাব উদ্দিন বলেন, এবিষয়ে কোন অভিযোগ পাইনি অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।