বোয়ালখালী চট্টগ্রাম প্রতিনিধি ঃ-
বোয়ালখালীতে নাস্তিক ইকবাল মহানবী হজরত মুহাম্মদ (দ:)কে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে
পশ্চিম কধুরখীল পাঠানপাড়া এলাকাবাসীর উদ্যোগে ১৬ জুন (শুক্রবার) মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে
এ মানববন্ধনে সোহাব মিয়াজির সঞ্চালনায় বক্তব্য রাখেন, আলাউদ্দিন খলিফা জামে মসজিদের খতিব মাওলানা মুহাম্মদ আরফাত উল্লাহ সমরকান্দি, মোহাম্মদ সাঈম , এন এম করিম,মোহাম্মদ হারুন, আলহাজ্ব জামাল উদ্দিন সও আলা উদ্দিন শাহাদাত হোসেন, রুহুল আমীন, নাসের, জুয়েল, মোহাম্মদ বেলাল উদ্দিন, রাশেদ,প্রমূখ।
বক্তারা বলেন, মুসলমানরা বেঁচে থাকতে আল্লাহর রাসুলকে নিয়ে কটুক্তি করা হবে আর মুসলমানরা বেঁচে থাকবে, এই বেঁচে থাকার স্বার্থকতা নেই। তাই নিজ নিজ জায়গা থেকে সাধ্য মতো এই অন্যায়ের প্রতিবাদ করা উচিৎ। আমরা দেখেছি বিভিন্ন সময় বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মুহাম্মদ (সা.) কে কটুক্তি ও অবমাননা করা হয়। এসব কটুক্তিকারিরা কিন্তু আল্লাহর রাসুলের আদর্শকে গ্রহণ করেনা। তাই মুসলমানদেরকেই নবিজির আদর্শ গ্রহণ করতে হবে, প্রত্যেকটা সুন্নত খুঁজে খুঁজে পালন করতে হবে। আজ এ সমাবেশ থেকে নাস্তিক ইকবালকে আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করার আহবান বক্তারা।
উল্লেখ্য,সম্প্রতি ইকবাল হোসেন নামের ফেইসবুক আইডি থেকে মহানবী হজরত মুহাম্মদ (সা.) ও তার স্ত্রী আয়েশা (রা.) সম্পর্কে কুরুচিপূর্ণ মন্তব্য করেন । এ নিয়ে মুসলিম সম্প্রদায়ের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। ইতোমধ্যে এ ঘটনায় ধর্মপ্রাণ মুসলমানেরা প্রতিবাদ জানিয়েছে।