বোয়ালখালী প্রতিনিধিঃ
বোয়ালখালীতে মহিষের গুঁতোয় একজন নিহত হয়েছেন।
রবিবার (১৩ ডিসেম্বর ) সন্ধ্যায় উপজেলা মধ্যম শাকপুরা, পশ্চিম গোমদন্ডী ও এ ঘটনা ঘটে। এতে কমপক্ষে ৩জন আহত হন।
নিহত উপজেলার বহদ্দারপাড়া এলাকার মৃত আবুল কাশেম ছেলে মোঃ ইসমাইল (৫০)
আহতরা হলেন, মধ্যম শাকপুরা এলাকার আবদুল হাকিমের স্ত্রী গুলছড়া বেগম (৮৫), পশ্চিম গোমদন্ডী এলাকার সৈয়দ আহমদের স্ত্রী খুশি বেগম(৪৫), মৃত মনজুর আহমদ ছেলে নুরুল আবছার (৪০), পূর্ব গোমদন্ডী এলাকার আহমদ কবিরের ছেলে মোঃ রহিম(২২)
স্থানীয় বাসিন্দারা জানান, উপজেলার রায়খালী এলাকার মহিষটি হঠাৎ করে ক্ষেপে গিয়ে
একপর্যায়ে মধ্যম শাকপুরা, পশ্চিম গোমদন্ডী ও বহদ্দারপাড়া এলাকার লোকজন ও পুলিশ টিম মহিষটিকে আটক করার চেষ্টা করতেছে।
এ সময় মহিষের আক্রমণে ১ জন নিহত ও ৩ জন আহত হন।
এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ আবদুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মহিষটি আটক করার চেষ্টা চলতেছে।