বোয়ালখালী পৌরসভাস্থ হযরত শাহসূফি মৌলভী আবুল খায়ের নক্সবন্দীর (রাহ.) ৪৯তম ওফাত দিবস আগামীকাল সোমবার। এ উপলক্ষে ওরশ শরীফ বহদ্দারপাড়াস্থ খায়ের মনজিল দরবার শরীফ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। ওরশ উপলক্ষে দরবার পরিচালনা কমিটির পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে সকাল ৮টায় খতমে কোরআন, বাদে মাগরিব মিলাদ মাহফিল, বাদে এশা মোনাজাত, রাত সাড়ে আটটায় হুজুরের রচিত আধ্যাত্মিক সংগীত মাহফিল এবং রাত সাড়ে ৯টায় তবরুক বিতরণ। উক্ত ওরশ জাতি ধর্ম নির্বিশেষে সকলকে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন খায়ের মনজিল দরবার পরিচালনা কমিটির সভাপতি মোস্তাফা কামাল মানিক এবং সাধারণ সম্পাদক শামসুল করিম লিটন।