বোয়ালখালীতে সংবর্ধনা অনুষ্ঠানে বিভাগীয় শ্রেষ্ঠ শিক্ষক ফারুক ইসলামের হাতে সম্মাননা তুলে দিচ্ছেন অতিথিরা।

0
21

বোয়ালখালীতে প্রাথমিকের শিক্ষকদের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা
মেধাবী শিক্ষার্থীরাই প্রধানমন্ত্রীর স্মার্ট
বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখবে
বর্তমান সরকার শিক্ষার মানোন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দেশের উন্নয়নে সুশিক্ষিত নাগরিকের বিকল্প নেই। সুশিক্ষিত নাগরিক গড়তে শিক্ষার প্রাথমিক পর্যায় থেকে শিক্ষার্থীদের প্রতি যত্নশীল হতে হবে। আর মেধাবী শিক্ষার্থীরাই প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। গতকাল মঙ্গলবার বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি ও প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি বোয়ালখালী শাখা আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। প্রধান শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ জসীম উদ্দীন তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের সদস্য বোরহান উদ্দিন মোহাম্মদ এমরান। শিক্ষক ফারুক ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন এএনএফএল প্রর্পাটিজ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর আহসানুল করিম। এতে বিশেষ অতিথি ছিলেন পৌরসভার মেয়র জহুরুল ইসলাম জহুর, উপজেলা শিক্ষা অফিসার গোলাম রহমান চৌধুরী, ইউআরসি ইন্সট্রাক্টর মোহাম্মদ আবদুল বাছেত, সহকারী উপজেলা শিক্ষা অফিসার শাহেদা বেগম, বিকাশ ধর, শারমিন জাহান, শাহরিয়ার সুলতানা ও প্রেসক্লাবের সভাপতি মো. সিরাজুল ইসলাম। এতে আরো বক্তব্য রাখেন সহকারী শিক্ষক সমিতির সভাপতি শওকত হোসেন, সুমন কুমার দাশ, তরুণ বড়ুয়া, জ্যোর্তিম্ময় চৌধুরী, রত্না চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানে বোয়ালখালীতে ২০২২ সালে প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থী, নব যোগদানকৃত শিক্ষক, অবসরগ্রহণকারী শিক্ষক, শ্রেষ্ঠ শিক্ষক এবং প্রতিষ্ঠানকে সম্মাননা প্রদান করা হয়।