বোয়ালখালী প্রতিনিধিঃবোয়ালখালীতে সাংবাদিকের জাহিদ হাসানের উপর অতর্কিত হামলা চালিয়েছে আজগর আলী ও খোরশেদ আলম মানু নামের যুবলীগ কর্মী।
রবিবার (৪ জুন) বিকেলে উপজেলার চরখিদিরপুর এলাকায় আমতলে এ ঘটনা ঘটে।
জানা যায়, পৌরসভার ৯ নং ওয়ার্ডের আমতলের অদুরে শেখ জাহেদ আবাসিক সড়কের নতুন মসজিদ এলাকায় ভূমিদস্যু চক্র কর্তৃক নিরহ জনগনের জমি দখল করার তথ্য পেয়ে সংবাদ সংগ্রহ করতে গেলে আলী আজগর এসে আমাকে হুমকির স্বরে বলল এখানে কি জন্য এসেছো। একথা বলতেই আমি কোন কিছু বুঝে উঠার আগেই আমাকে এবং সাংবাদিকদের বৃদ্ধাংগুলি দেখিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। আমি তার এ অমানবিক আচরনের কারন জানতে চাইলে আজগর ও খোরশেদ আলম মানুসহ অন্যান্যরা আমাকে উপর্যুপরি কিলঘুসি মারতে থাকে ও তাদের হাতে থাকা দেশিয় অস্ত্র লোহার রড,লাঠিসোটা দিয়ে প্রাণে মেরে ফেলার জন্য আক্রমণ করতে থাকে, এসময় তাদের ব্যবহৃত সিএনজি টেক্সিতে জোর পূর্বক তুলে অপহরণের চেষ্টা করে এবং আমার গলা ও নাক-মুখ চেপে ধরে শ্বাস রোধ করে প্রাণে মেরে ফেলতে জোর চেষ্টা করে। এসময় পেশাগত কাজে ব্যবহৃত করা ক্যানন সিক্স জিরু ডি ক্যামরা( যার আনুমানিক বাজার মূল্য ১ লক্ষ ২০ হাজার), ২টি স্মাট মোবাইল রেডমি-৮( যার আনুমানিক বাজার মূল্য ২২ হাজার) চিনিয়ে নিয়ে পালিয়ে যায়, তখন উচ্চস্বরে বাচাও বাচাও চিৎকার করলে লোকজন এগিয়ে আসলে আসামীদ্বয় সঠকে পড়ে।
পরে তাকে উদ্ধার করে বোয়ালখালী হাসপাতালে ভর্তি করা হয়
এবিষয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ আবদুর রাজ্জাক জানান, এ বিষয়ে আসামীদের গ্রেপ্তারের অভিযান চলতেছে।
বোয়ালখালীতে সাংবাদিকের উপর অতর্কিত হামলা
বোয়ালখালী প্রতিনিধিঃ
বোয়ালখালীতে সাংবাদিকের জাহিদ হাসানের উপর অতর্কিত হামলা চালিয়েছে আজগর আলী ও খোরশেদ আলম মানু নামের যুবলীগ কর্মী।
রবিবার (৪ জুন) বিকেলে উপজেলার চরখিদিরপুর এলাকায় আমতলে এ ঘটনা ঘটে।
জানা যায়, পৌরসভার ৯ নং ওয়ার্ডের আমতলের অদুরে শেখ জাহেদ আবাসিক সড়কের নতুন মসজিদ এলাকায় ভূমিদস্যু চক্র কর্তৃক নিরহ জনগনের জমি দখল করার তথ্য পেয়ে সংবাদ সংগ্রহ করতে গেলে আলী আজগর এসে আমাকে হুমকির স্বরে বলল এখানে কি জন্য এসেছো। একথা বলতেই আমি কোন কিছু বুঝে উঠার আগেই আমাকে এবং সাংবাদিকদের বৃদ্ধাংগুলি দেখিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। আমি তার এ অমানবিক আচরনের কারন জানতে চাইলে আজগর ও খোরশেদ আলম মানুসহ অন্যান্যরা আমাকে উপর্যুপরি কিলঘুসি মারতে থাকে ও তাদের হাতে থাকা দেশিয় অস্ত্র লোহার রড,লাঠিসোটা দিয়ে প্রাণে মেরে ফেলার জন্য আক্রমণ করতে থাকে, এসময় তাদের ব্যবহৃত সিএনজি টেক্সিতে জোর পূর্বক তুলে অপহরণের চেষ্টা করে এবং আমার গলা ও নাক-মুখ চেপে ধরে শ্বাস রোধ করে প্রাণে মেরে ফেলতে জোর চেষ্টা করে। এসময় পেশাগত কাজে ব্যবহৃত করা ক্যানন সিক্স জিরু ডি ক্যামরা( যার আনুমানিক বাজার মূল্য ১ লক্ষ ২০ হাজার), ২টি স্মাট মোবাইল রেডমি-৮( যার আনুমানিক বাজার মূল্য ২২ হাজার) চিনিয়ে নিয়ে পালিয়ে যায়, তখন উচ্চস্বরে বাচাও বাচাও চিৎকার করলে লোকজন এগিয়ে আসলে আসামীদ্বয় সঠকে পড়ে।
পরে তাকে উদ্ধার করে বোয়ালখালী হাসপাতালে ভর্তি করা হয়
এবিষয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ আবদুর রাজ্জাক জানান, এ বিষয়ে আসামীদের গ্রেপ্তারের অভিযান চলতেছে।
বোয়ালখালীতে সাংবাদিকের জাহিদ হাসানের উপর অতর্কিত হামলা চালিয়েছে আজগর আলী ও খোরশেদ আলম মানু নামের যুবলীগ কর্মী।
রবিবার (৪ জুন) বিকেলে উপজেলার চরখিদিরপুর এলাকায় আমতলে এ ঘটনা ঘটে।
জানা যায়, পৌরসভার ৯ নং ওয়ার্ডের আমতলের অদুরে শেখ জাহেদ আবাসিক সড়কের নতুন মসজিদ এলাকায় ভূমিদস্যু চক্র কর্তৃক নিরহ জনগনের জমি দখল করার তথ্য পেয়ে সংবাদ সংগ্রহ করতে গেলে আলী আজগর এসে আমাকে হুমকির স্বরে বলল এখানে কি জন্য এসেছো। একথা বলতেই আমি কোন কিছু বুঝে উঠার আগেই আমাকে এবং সাংবাদিকদের বৃদ্ধাংগুলি দেখিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। আমি তার এ অমানবিক আচরনের কারন জানতে চাইলে আজগর ও খোরশেদ আলম মানুসহ অন্যান্যরা আমাকে উপর্যুপরি কিলঘুসি মারতে থাকে ও তাদের হাতে থাকা দেশিয় অস্ত্র লোহার রড,লাঠিসোটা দিয়ে প্রাণে মেরে ফেলার জন্য আক্রমণ করতে থাকে, এসময় তাদের ব্যবহৃত সিএনজি টেক্সিতে জোর পূর্বক তুলে অপহরণের চেষ্টা করে এবং আমার গলা ও নাক-মুখ চেপে ধরে শ্বাস রোধ করে প্রাণে মেরে ফেলতে জোর চেষ্টা করে। এসময় পেশাগত কাজে ব্যবহৃত করা ক্যানন সিক্স জিরু ডি ক্যামরা( যার আনুমানিক বাজার মূল্য ১ লক্ষ ২০ হাজার), ২টি স্মাট মোবাইল রেডমি-৮( যার আনুমানিক বাজার মূল্য ২২ হাজার) চিনিয়ে নিয়ে পালিয়ে যায়, তখন উচ্চস্বরে বাচাও বাচাও চিৎকার করলে লোকজন এগিয়ে আসলে আসামীদ্বয় সঠকে পড়ে।
পরে তাকে উদ্ধার করে বোয়ালখালী হাসপাতালে ভর্তি করা হয়
এবিষয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ আবদুর রাজ্জাক জানান, এ বিষয়ে আসামীদের গ্রেপ্তারের অভিযান চলতেছে।