বোয়ালখালীর কেজি স্কুলের শিক্ষকদের পাশে ” বি’কে’ এ”

    0
    263

    মুহাম্মদ জাহিদ হাসান বোয়ালখালী প্রতিনিধি ;-
    বৈশ্বিক মহামারী করোনা পরিস্থিতিতে সবচেয়ে কঠিন পরিস্থিতি পার করছে দেশের বেসরকারি কিন্ডারগার্টেনের শিক্ষকরা যারা নূন্যতম বেতনে যাদের পরিবার পরিজনের খরচ নির্বাহ করে। যারা এই দূর্যোগে মানবেতর জীবন যাপন করছে। এসব অসহায় শিক্ষকদের পাশে দাড়িয়েছে বোয়ালখালী কিন্ডার গার্ডেন এসোসিয়েশন। এসোসিয়েশনের সভাপতি সাংবাদিক সেকান্দর আলম বাবরের ঐকান্তিক প্রচেষ্টার ফলপ্রসূতিতে ও
    বঙ্গবন্ধু স্মৃতি হাসপাতাল এবং সৈয়দপুর হাছান শাহীনুর একাডেমী’র প্রতিষ্ঠাতা, বিশিষ্ট শিল্পপতি সৈয়দ মো. হাছান ওয়ারেছ সার্বিক সহযোগিতায় প্রায় ৫৫টি কিন্ডারগার্টেনের শিক্ষকের মাঝে খাদ্য সামগ্রী ও ঈদ উপহার বিতরণ করেন। খাদ্য সামগ্রী ও ঈদ উপহার পেয়ে এক শিক্ষক জানান, এই কঠিন পরিস্থিতিতে কিন্ডারগার্টেন এসোসিয়েশন আমাদের পাশে দাঁড়িয়েছে যা সত্যিই প্রশংসার দাবি রাখে। কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি ও এ নুর ব্লুসম স্কুলের প্রধান শিক্ষক সাংবাদিক সেকান্দর আলম বাবর বলেন, করোনা পরিস্থিতিতে সবচেয়ে বেশি কষ্টে আছেন কেজি স্কুলের শিক্ষকরা জাতির গঠনে অগ্রণী ভূমিকা রাখে থাকেন এই সংকটাপন্ন মুহুর্তে প্রাথমিক পর্যায়ে প্রায় ৫৫টি শিক্ষা প্রতিষ্ঠানের ৬০০’শ শিক্ষকের মাঝে খাদ্য সামগ্রী ও ঈদ উপহার বিতরণ করা হয়।