!
বোয়ালখালী প্রতিনিধি ঃ-
মহামারী করোনা পরিস্থিতিতে বোয়ালখালীর ফুটবলারদের অভাব অনটনের কথা চিন্তা করে গত ১৪ জুলাই রোজ মঙ্গলবার বিকেলে বোয়ালখালী উপজেলা চত্বরে কিষোয়ান স্পোর্টিং ক্লাবের ব্যবস্থাপনায় বোয়ালখালীর ফুটবলারদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, চট্টগ্রাম জেলা রেফারী এসোসিয়েশনের যুগ্ন সাধারণ সম্পাদক
শাহাজিদ্দীন টিপূ ,গোমদন্ডী একাদশ ক্লাবের সভাপতি আবুল হাশেম মতি,জাতীয় দলের সাবেক ফূটবলার তৌহিদুল আলম,চট্টগ্রাম জেলা রেফারী এসোসিয়েশনের সদস্য মুনিম জিন্নূরাইন প্রমুখ। কিষোয়ান স্পোর্টিং ক্লাবকে ধন্যবাদ জানিয়ে জাতীয় দলের সাবেক ফুটবলার তৌহিদ বলেন, বৈশ্বিক মহামারী করোনা পরিস্থিতিতে বোয়ালখালীর ফুটবলারদের পাশে থাকায় কিষোয়ান স্পোর্টিং ক্লাবকে ধন্যবাদ। এই দুঃসময়ে ফুটবলারদের পাশে থেকে অনুপ্ররণা যোগানোর মাধ্যমে আগামীতে বাংলাদেশের ফুটবল বিশ্ব দরবারে অনন্য ভূমিকা রাখবে।