এম.জাহিদ হাসান
বোয়ালখালী( চট্টগ্রাম) : আহলে সুন্নাত ওয়াল জামা’আত বাংলাদেশের উপদেষ্টা, সুন্নী জামায়াতের নয়নমণি দেশ বরণ্যে আলেম ওস্তাজুল ওলামা, চরণদ্বীপ রজভীয়া ইসলামিয়া ফাযিল মাদ্র্রাসার প্রতিষ্ঠাতা ও নায়েবে আ’লা হযরত আলহাজ্ব অধ্যক্ষ আল্লামা মুফতি মোহাম্মদ ইদ্রিছ রেজভী প্রকাশ বড় হুজুর আর নেই (ইন্নালিল্লাহি…রাজিউন)। ২৭ জুলাই মঙ্গলবার বিকাল ৪ক্স৪৫ মি. নগরীর একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি । মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১১৫ বছর। এ সময় ২ পুত্র ৪ কণ্যা সহ অসংখ্য ভক্ত ও গুনগ্রাহী রেখে যান তিনি।
তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর চট্টগ্রামের সর্বমহলে নেমে এসেছে শোকের ছায়া। উল্লেখ্য শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে গত ২৪ জুলাই আল্লামা ইদ্রিছ রেজভী হুজুরকে হাসপাতালে ভর্তি করানো হয়। তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। আল্লামা মুফতি মোহাম্মদ ইদ্রিছ রেজভীর নামাজে জানাজা আজ বুধবার সকাল ১১টায় শ্রীপুর বুড়া মসজিদের ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন মরহুমের ছোট পুত্র শাহজাদা অধ্যক্ষ আল্লামা শোয়াইব রেজা ।
প্রবীণ আলেমেদ্বীন আল্লামা মুফতী ইদ্রিস রেজভী’র মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি।
এদিকে তাঁর মৃত্যুতে চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোছলেম উদ্দিন আহমদ, বোয়ালখালী উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব নুরুল আলম, সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক ও শ্রদ্ধা জানিয়েছেন।
শোকবার্তায় তাঁরা বলেন, প্রিয়নবীর সুন্নাতের একনিষ্ঠ অনুসারী ছিলেন আল্লামা ইদ্রিছ রেজভী। এ মহান ব্যক্তিত্ব নিজেই হয়ে ওঠেন অনুপম অনুসরণীয় আদর্শ। আলেমকুলের এ শিরোমণি আহলে সুন্নাত ওয়াল জামাতের সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তি হিসেবেও উপমহাদেশে অতুলনীয় স্থান গড়ে নেন।