বোয়ালখালীর শিক্ষক ফারুক জেলা এম্বাসেডর নির্বাচিত!

0
49

এম.জাহিদ হাসান,বোয়ালখালী চট্টগ্রাম)
প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই কর্তৃক পরিচালিত দেশের সকল শিক্ষকদের অনলাইন প্ল্যাটফর্ম শিক্ষক বাতায়নের চট্টগ্রাম জেলার আইসিটি এম্বাসেডর নির্বাচিত হয়েছেন বোয়ালখালী উপজেলার দক্ষিণ কড়লডেঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. ফারুক ইসলাম। ১২ এপ্রিল সোমবার তার এম্বাসেডর হিসাবে স্বীকৃতির বিষয়টি নিশ্চিত করেন শিক্ষক বাতায়ন কর্তৃপক্ষ। আইসিটি ক্ষেত্রে অবদানের জন্য কর্তৃপক্ষ ফারুক ইসলামকে এই স্বীকৃতি প্রদান করেন। জানা যায়, শিক্ষক বাতায়নে জেলা এম্বাসেডর নির্বাচিত হতে হলে দশটি মানদণ্ডের কমপক্ষে ৪টি আবশ্যকীয় মানদণ্ড পূরণ করে জেলা অথবা উপজেলা শিক্ষা কর্মকর্তার সুপারিশক্রমে শিক্ষক বাতায়ন কর্তৃপক্ষ বরাবর আবেদন করতে হয়। সে সাথে বিভিন্ন ডকুমেন্টস উপস্থাপন করতে হয়। আবেদনের পরিপ্রেক্ষিতে বাতায়ন কর্তৃপক্ষ সব তথ্য যাচাই বাছাই করে জেলা এম্বাসেডর হিসাবে স্বীকৃতি দেন।
শিক্ষক ফারুক ইসলাম বলেন, যেকোন স্বীকৃতি কাজের পরিধি বাড়িয়ে দেয়। শিক্ষকতা পেশায় আসার আগে থেকেই আইসিটি সম্পৃক্ত কাজগুলোর সাথে আমি সম্পৃক্ত। বোয়ালখালী উপজেলার প্রাথমিক শিক্ষা ডিপার্টমেন্টের সিংহভাগ আইসিটি কাজে আমার সম্পৃক্ততা রয়েছে। আমার এই অর্জন সেই দিনই স্বার্থক হবে যেদিন আমার উপজেলার শিক্ষকদের মুক্তপাঠ ও শিক্ষক বাতায়নের সাথে সম্পৃক্ত করতে পারবো। আমি ধন্যবাদ জানাই যারা আমাকে এম্বাসেডর হতে সহযোগিতা করেছেন এবং সবার সহযোগিতা ও অনুপ্রেরণা নিয়ে সামনে এগিয়ে যেতে চাই। উল্লেখ্য, শিক্ষক মো. ফারুক ইসলাম ২০১৭ সালে চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ শিক্ষক এবং ২০১৯ সালে বোয়ালখালী উপজেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হন।