বোয়ালখালী বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবু তালেব আর নেই

0
85

এম. জাহিদ হাসান
বোয়ালখালী প্রতিনিধি ঃ-
বোয়ালখালী উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবু তালেব গত ২২ শে অক্টোবর রোজ শুক্রবার আনুমানিক রাত ১২ টায় নগরীর ট্রিটমেন্ট হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ২৩ শে অক্টোবর রোজ শনিবার বোয়ালখালী পৌরসভার ২নং ওয়ার্ডের উত্তর গোমদন্ডী উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে মরহুম আবু তালেবের জানাযা নামায মাওলানা সাহেদুল আলমের ইমামতিতে অনুষ্ঠিত হয়। জানাযায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বোয়ালখালী পৌর মেয়র জহুরুল ইসলাম জহুর, সাবেক মেয়র হাজী আবুল কালাম আবু,দক্ষিণ জেলা বিএনপির সাবেক সভাপতি খলিল আহমেদ খাঁন,আহ্বায়ক আবু সুফিয়ান,সদস্য সচিব মোস্তাক আহমেদ, মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এরশাদ উল্লাহ, উত্তর গোমদন্ডী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাদশা মিয়া, গোমদন্ডী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজিম উদ্দীন, কাউন্সিলর সিরাজুল হক, জাহাঙ্গীর আলম, সাংবাদিক মনজুর আলম,বিএনপি নেতা ইকবাল পাশা, নুরুন্নবী চৌধুরী প্রমূখ। তার মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন শোক প্রকাশ করেছেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৬৫ বছর। তিনি ২ পুত্র সন্তান ও ১ কন্যা সন্তানসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। তিনি বিভিন্ন শিক্ষা ও সামাজিক উন্নয়নে অবিস্মরণীয় অবদান রেখেছেন।