বোয়ালখালী উপজেলা আওয়ামী যুবলীগের ত্রিবার্ষিক সন্মেলনকে সামনে রেখে দক্ষিণ জেলা যুবলীগের রাজনৈতিক কার্যালয়ে জীবনবৃত্তান্ত জমা দিয়েছেন সাধারণ সম্পাদক পদপ্রার্থী শাহাদাৎ হোসেন।
এ-সময় উপস্থিত ছিলেন, দক্ষিণ জেলা যুবলীগের সভাপতি দিদারুল ইসলাম চৌধুরী ও সাধারণ সম্পাদক বোয়ালখালী পৌর মেয়র জহুরুল ইসলাম জহুর।
শাহাদাৎ ছাত্রজীবনে পশ্চিম কধুরখীল ইউনিয়ন ছাত্রলীগের সদস্য হিসেবে রাজনীতির পথচলা শুরু হয়। এরপর বোয়ালখালী পৌরসভা আওয়ামী যুবলীগের অর্থ সম্পাদক, বোয়ালখালী পৌরসভা আওয়ামী যুবলীগ আওতাধীন ওয়ার্ড সম্মেলন ২০২৩ ইং প্রস্তুতি কমিটির সমম্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করেন।
তিনি সামাজিক উন্নয়ন মূলক সংগঠন পূর্ব আশার আলো বোয়ালখালী উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা বোয়ালখালী উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক। মানবিক শেকড় বোয়ালখালী উপজেলা শাখার রক্তদান বিষয়ক সম্পাদক, জয় বাংলা এসোসিয়েট এর সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।
উলেক্ষ্য, গত ১০ আগষ্ট দক্ষিণ জেলা চট্টগ্রাম আওয়ামী যুবলীগের আওতাধীন দশটি ( বোয়ালখালী , পটিয়া, পটিয়া পৌরসভা, চন্দনাইশ, সাতকানিয়া, উত্তর সাতকানিয়া, লোহাগাড়া, কর্ণফুলী ,আনোয়ারা, বাঁশখালী )সাংগঠনিক ইউনিটের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে মেয়াদোত্তীর্ণ সকল কমিটি গঠন করার সিদ্ধান্ত গৃহীত হয়।।
উক্ত সকল ইউনিটের সভাপতি/ সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী প্রার্থীদের কাছ থেকে বায়োডাটা আহবান করা হয়।