বোয়ালখালী করেসপন্ডেন্ট :: পঞ্চম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে বোয়ালখালী উপজেলার সাতটি ইউপি’র মধ্যে ছয়টিতে নৌকার বর্তমান চেয়ারম্যানরা বেসরকারীভাবে নির্বাচিত হলেও বহুল আলোচিত ১০নং আহল্লা কড়লডেঙ্গা ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান বিএনপি নেতা হামিদুল হক মান্নান বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে আনারস মার্কায় নির্বাচন করেন। এই ইউপিটি আওয়ামী লীগের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়ালেও শেষ পর্যন্ত চ্যালেঞ্জ রক্ষা করতে পারেনি আওয়ামী লীগ।
বিচ্ছিন্ন সহিংসতার মধ্য দিয়ে বোয়ালখালীতে ৭টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয় বুধবার (৫ জানুয়ারি ) সকাল ৮টায়। বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। দিনভর জাল ভোট, ভোট বর্জন, ব্যালট পেপার ছিনতাই ও হামলা-পাল্টাহামলার ঘটনা ঘটেছে।
বেসরকারিভাবে নিবার্চিত হলেন যারা-৪নং শাকপুরা ইউপিতে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী ও
বর্তমান চেয়ারম্যান আবদুল মান্নান মোনাফ, ৫নং সারোয়াতলী ইউপিতে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান বেলাল হোসেন, ৬নং পোপাদিয়া ইউপিতে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান এস,এম জসিম, ৭নং চরনদ্বীপ ইউপিতে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান মোঃ শামশুল আলম, ৮নং শ্রীপুর-খরনদ্বীপ ইউপিতে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান মোঃ মোকাররম, ৯নং আমুচিয়া ইউপিতে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান কাজল দে এবং ১০ নং আহল্লা করলডেঙ্গা ইউপিতে উপজেলা বিএনপি সাধারন সম্পাদক স্বতন্ত্র প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান হামিদুল হক মান্নান।
বিবরণে দেখা গেছে, শাকপুরা ইউপিতে আব্দুল মান্নান মোনাফ (নৌকা) ৭৬০১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি বিদ্রোহী প্রার্থী গিয়াস উদ্দীন সোহেল (আনারস) পেয়েছেন ৫১৩৮ ভোট। সারোয়াতলী ইউপিতে মো. বেলাল হোসেন (নৌকা) ৯৯৮০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি বিদ্রোহী প্রার্থী এ এম এম ইউসুফ চৌধুরী (আনারস) পেয়েছেন ১৫০০ ভোট। পোপাদিয়া ইউপিতে এসএম জসিম উদ্দীন (নৌকা) ৯০৭৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন। এখানে তাঁর প্রতিদ্বন্দ্বি বাবু দাশ (টেলিফোন) পেয়েছেন ২২০৫ ভোট। চরণদ্বীপ ইউপিতে আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থী মোঃ সামশুল আলম ৪৫১৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি আনারস প্রতীক নিয়ে বিদ্রোহী প্রার্থী মো. নুরুল আমিন খান পেয়েছেন ৩০৯৫ ভোট। শ্রীপুর-খরণদ্বীপ ইউপিতে মোহাম্মদ মোকারম (নৌকা) ৮০৬৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন এখানে বিদ্রোহী প্রার্থী জমির উদ্দীন (আনারস) পেয়েছেন ৩১২৫ ভোট। আমুচিয়া ইউপিতে কাজল দে (নৌকা) ৫৫০৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বি অনুপম বড়ুয়া পারু (কাস্তে) পেয়েছেন ৯৩৫ ভোট। আহলা করলডেঙ্গা ইউপিতে স্বতন্ত্র প্রার্থী উপজেলা বি এন পির সাধারণ সম্পাদক ও বর্তমান চেয়ারম্যান হামিদুল হক মান্নান (আনারস) ৫৮৫৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন এখানে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামীলীগের মনছুর আহাম্মদ বাবুল (নৌকা) পেয়েছেন ৩৪০৫ ভোট।
সিএনএন/বিএন/সিটিজি-ইউপি