রিপন মারমা কাপ্তাই
হাজার মানুষের অংশগ্রহণ, হামদ-নাত আর দরুদে মুখর পরিবেশে রাঙ্গামাটি কাপ্তাই উপজেলা ব্যাঙছড়ি মুসলিম পাড়া অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী পবিত্র জশনে ঈদ-এ- মিলাদুন্নবী (সা.) পালিত হয়েছে।
মঙ্গলবার (১০অক্টোবর)বিকেল ব্যাঙছড়ি মুসলিম পাড়া যুবক সমাজ ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে পবিত্র ঈদ-এ- মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে আজিমুশ্শান মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
উদ্বোধক হাফেজ মাওলানা আব্দুল হাকিম সিকদার আল কাদেরী,
এতে সভাপতিত্ব করেন,মুহাম্মদ আলতাফ সওদাগর, প্রধান বক্তা হিসেবে উপস্থিত
ছিলেন ,মাওলানা মুহাম্মদ রাইহান ইসলাম আল কাদেরী,বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, মাওলানা মুহাম্মদ আব্দুল মালেক তাহেরী।
মাহফিলে বক্তারা বলেন, ১২ রবিউল আউয়াল পৃথিবীর বুকে আল্লাহর রহমত হিসেবে আবির্ভূত হন আমানের প্রিয় নবী হজরত মুহাম্মদ (সা.)। তিনি সমগ্র বিশ্ববাসীর জন্য সর্বোত্তম আদর্শের শিক্ষাদাতা হিসেবে আবির্ভূত হয়ে তাঁর সুন্দরতম আদর্শের মাধ্যমে পৃথিবীতে শান্তি-সৌহার্দ্য, সাম্য-মানবতা প্রতিষ্ঠা করেন। মাহফিল শেষে দেশ-জাতির উন্নতি, সমৃদ্ধি কামনায় মোনাজাত করেন, মাওলানা মুহাম্মদ রাইহান ইসলাম আল কাদেরী, অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন,কাপ্তাই উপজেলা ভাইস চেয়ারম্যান নাসির উদ্দীন, কাপ্তাই নতুন বাজার বণিক কল্যাণ সমবায় সমিতির সাধারণ সম্পাদক মোঃ করিম,মৎস্য ব্যবসায়ী সভাপতি বেলাল উদ্দিন, একরামুল হক,মোঃ জসিম উদ্দিন, মোঃ আব্দুল রশিদ, মোঃ খোকন,মোঃশাহজাহান প্রমুখ।