ব্রডব্যান্ড ব্যবসায় বৈধর চেয়ে অবৈধ সংযোগদাতা বেশি

0
20

দেশে ব্রডব্যান্ড ব্যবসায় অবৈধ সংযোগদাতার সংখ্যা প্রায় আড়াই হাজার। বিপরীতে বিটিআরসি’র তথ্য অনুযায়ী নিবন্ধিত সংযোগদাতার সংখ্যা প্রায় দুই হাজার।

রাজধানীর বাড্ডায় প্রোলিফিক অ্যানালিটিকস লিমিটেড। সফটওয়্যার তৈরির এই প্রতিষ্ঠান তাদের কাজের জন্য মাসে ৪০ এমবিপিএস স্পিডের ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহার করেন। গ্রাহক হিসেবে তাদের অভিজ্ঞতা খুব বেশি সুখকর নয়।

ইন্টারনেটের গতি পরিমাপক আন্তর্জাতিক প্রতিষ্ঠান ওকলা স্পিডটেস্টে দেখা গেছে, ব্রডব্যান্ড সেবায় বিশ্বের ১৮১টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ৯৬তম। এমন অবস্থানের জন্য দায়ী কারা? 

রাজধানীর পূর্ব শেওড়াপাড়া। ধূলামলিন দোকানটি দেখে বুঝার উপায় নেই এটি ব্রডব্যান্ড ইন্টারনেটের অফিস। যারা আছেন অফিসে, সেবাদান বিষয়ক প্রশ্নোত্তরে পাওয়া গেলো অসঙ্গতি।

আইনে বলা আছে, ব্রডব্যান্ড সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো একে অপরের মাঝে ব্যান্ডউইথ শেয়ার করতে পারবে না। তাই খন্দকার নেটওয়ার্কের কার্যালয় খুঁজতে যাওয়া হয় পশ্চিম শেওড়াপাড়ায়। শুরুতে নিজের আর প্রতিষ্ঠানের নাম স্বীকার করলেও ব্যবসা প্রসঙ্গ আসতেই পাল্টে দিলেন পরিচয়। জানালেন, তিনি অন্য এক প্রতিষ্ঠানের কর্মী।