ভার্চুয়াল শুনানির তৃতীয় দিনে ১০১৩ আসামির জামিন

0
173

নিম্ন আদালতে ভার্চুয়াল শুনানির তৃতীয় দিনে সারা দেশে ১ হাজার ১৩ ব্যক্তির জামিন দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের মুখপাত্র মোহাম্মদ সাইফুর রহমান আজ এ তথ্য নিশ্চিত করেছেন।

করোনাভাইরাসের সংক্রমণের প্রেক্ষাপটে সারাদেশের অধস্তন আদালতে ১ হাজার ১৮৩ আবেদনের শুনানি নিয়ে ১ হাজার ১৩ জনকে জামিন দিয়েছেন ভার্চুয়াল আদালত। ভার্চুয়াল বিচার ব্যবস্থা চালুর পর তৃতীয় দিনেই এই জামিন মঞ্জুর করা হয়েছে। আগের দিন ১৪৪ জনের জামিন মঞ্জুর করা হয়েছিল।বুধবার (১৩ মে) সুপ্রিম কোর্টের বিশেষ কর্মকর্তা ও সুপ্রিম কোর্টের মুখপাত্র মোহাম্মদ সাইফুর রহমানের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।গত ১০ মে নিম্ন আদালতের ভার্চ্যুয়াল কোর্টে শুধু জামিন শুনানি করতে নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্ট প্রশাসন। এ বিষয়ে ওইদিন সুপ্রিম কোর্টের রেজিস্টার জেনারেল মো. আলী আকবর একটি বিজ্ঞপ্তি জারি করেন।এরপর থেকে জেলা ও দায়রা জজ, চীফ জুডিশিয়াল জজ, মহানগর দায়রা জজসহ দেশের প্রায় প্রত্যেক আদালতে অনলাইনে জামিন শুনানি শুরু হয়।