ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ভালুকা উপজেলার নয়নপুর গ্রামে একটি পাগলা শিয়ালের কামড়ে শিশুসহ ৫জন আহত হয়েছেন। আহতদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। ঘটনাটি শুক্রবার (১৬ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে।
স্থানীয় কামাল পারভেজ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সকাল সাড়ে ১০টার দিকে পাগলা শিয়ালটি নয়নপুর গ্রামের শিশুসহ নারী-পুরুষকে কামড়ে দিতে শুরু করে। পরে একটি ছাগলকে কামড় দিলে সেখানেই গ্রামবাসী শিয়ালটিকে পিটিয়ে মেরে ফেলে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, ঘটনার দিন সকালে জঙ্গল থেকে একটি শিয়াল লোকালয়ে প্রবেশ করে এলোপাতারি ছুটোছুটি শুরু করে। একপর্যায়ে অতর্কিতে নয়নপুর গ্রামের এক শিশুসহ দুই মহিলা ও দুই ব্যক্তিকে কামড়ে দিয়ে মারাত্মক আহত করে। আহতরা হলেন- আবদুল কদ্দুছ (৫৫), আবদুল শহিদ (৫০), ফিরোজা খাতুন (৬০) সোনিয়া (৮) ও অজ্ঞাত মহিলা (৪৫)। পরে একটি ছাগলকে কামড় দিয়ে ধরে রাখলে স্থানীয় লোকজন টের পেয়ে শিয়ালটিকে পিটিয়ে মেরে ফেলে। এদিকে শিয়ালের কামড়ে আহতদেরকে ভালুকা সরকারি হাসপাতালে প্রেরণ করা হয়।