ভোলার চরফ্যাশনে ইউপি নির্বাচনের মেম্বর প্রার্থীদের সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে মো. মনির (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন একজন।
সোমবার (২১ জুন) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার শশীভূষণ থানার হাজারিগঞ্জ ইউনিয়নের ৫নং ওয়ার্ডে চরফকিরা প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রের সামনে এ ঘটনা ঘটে।
নিহত মনির একই ইউনিয়ন ও ওয়ার্ডের মো. বশিরউল্লাহ ছেলে। তিনি ফুটবল প্রতীকের প্রার্থীর সমর্থক।
স্থানীয়রা জানান, সোমবার বেলা সাড়ে ১১টার দিকে চর ফকিরা প্রাথমিক বিদ্যালয়ে ভোটগ্রহণ চলছিল। এসময় ফুটবল প্রতীকের প্রার্থী ইয়াছিন ও পানির কল প্রতীকের প্রার্থী ইউসুফ শিকদারের সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও গোলাগুলির ঘটনায় মনির নিহত হন। এসময় একজন আহত হয়েছেন। তার পরিচয় এখনও পাওয়া যায়নি। তিনি হাসপাতালে ভর্তি রয়েছেন।
ভোলা পুলিশ সুপার (এসপি) সরকার মোহাম্মদ কায়সার বলেন, কেন্দ্র দখল নিয়ে দুই গ্রুপের সংর্ঘষ ও গুলির ঘটনায় একজন নিহত হয়েছেন। আর আহত হয়েছেন একজন। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে