সিরিজের শেষ ম্যাচে নিয়মরক্ষার ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ-পাকিস্তান। যেখানে শুরুর বিপর্যয় সামাল দিয়ে ইনিংস মেরামতের কাজ করছিলেন নাঈম শেখ ও শামীম হোসেন। তবে আশা জাগিয়ে ফিরেছেন শামীম।
টসে জিতে আগে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় স্বাগতিকরা। ইনিংসের দ্বিতীয় ওভারে অভিষিক্ত শাহনেয়াজ দাহানির বলে সাজঘরে ফেরেন নাজমুল হোসেন শান্ত। ব্যক্তিগত ৫ রানে বোল্ড আউট হন এই ক্রিকেটার।
শান্তর বিদায়ের পর প্রথমবারের মতো তিন নম্বরে নামেন নামেন শামীম। ৪ চারে ইঙ্গিত দিচ্ছিলেন ভালো কিছু করার। তবে ইনিংসের অষ্টম ওভারে ২২ বলে ২৩ রান করে উসমান কাদিরের বলে আউট হন এই ব্যাটার।
শামীমের বিদায়ে দলীয় ৩৭ রানে দ্বিতীয় উইকেট হারাল বাংলাদেশ। ক্রিজে এসেছেন আফিফ হোসেন। অন্যপ্রান্তে এখনো টিকে আছেন ১৬ বলে ৮ রান করা ওপেনার নাঈম।