মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ সালাম কবির, পিপিএম এর দিক নির্দেশনায় অতিঃ উপ-পুলিশ কমিশনার (ডিবি-উত্তর) আরাফাতুল ইসলাম এর তত্ত্বাবধানে সহকারী পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) মোঃ দেলোয়ার হোসেন এর নেতৃত্বে ১নং টিম গোপন সংবাদের ভিত্তিতে ১০ ঘটিকায় কোতোয়ালী থানাধীন লালদিঘীর মোড় সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে ৪৩০ (চারশত ত্রিশ) গ্রাম মেটাফিটামিন যুক্ত নেশা জাতীয় মাদকদ্রব্যসহ মোঃ নুরুল আফছার (৫২) কে গ্রেফতার করেন। যার আনুমানিক মূল্য ৪৩,০০,০০০ (তেতাল্লিশ লক্ষ) টাকা।
জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ব্যক্তি উপরোক্ত আলামতগুলো চট্টগ্রাম জেলার চন্দনাইশ থানাধীন জনৈক আজিজুর রহমানের নিকট হতে সংগ্রহ করে বিক্রয়ের জন্য মামলার ঘটনাস্থলে অবস্থান করছিল বলে জানায়।
গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে নগরীর কোতোয়ালি থানায় নিয়মিত মামলা করা হয়েছে।