মহানবীকে (স.) কটূক্তির অভিযোগে চুয়েট এক ছাত্রকে সাময়িক বহিষ্কার

0
21

জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মহানবীকে (স.) কটূক্তির অভিযোগে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) এক ছাত্রকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে কেন তাকে স্থায়ী বহিষ্কার করা হবে না ১৫ দিনের মধ্যে তার জবাব দিতে বলা হয়েছে। চুয়েটের স্টুডেন্ট ডিসিপ্লিনারি কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়েছে।  

চুয়েট সূত্রে জানা গেছে, চুয়েটের কম্পিউটার প্রকৌশল বিভাগের ২০১৩-’১৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রায়হান রোমানের বিরুদ্ধে ফেসবুকে মহানবীকে (স.) নিয়ে কটূক্তির অভিযোগের প্রেক্ষিতে সাময়িক বহিষ্কার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুক্রবার চুয়েটের একাডেমিক কমিটির জরুরি সভা ডেকে বিষয়টি জানানো হয়।  

চুয়েটের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. ফারুক-উজ-জামান চৌধুরী বাংলানিউজকে জানান, ওই ছাত্রের জবাবের ওপর ভিত্তি করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।