বাবে ছোবাহানিয়া মঞ্জিলের সাজ্জাদানশীন আওলাদে মাইজভান্ডারী সৈয়দ গোলাম মোরশেদ মাইজভান্ডারী বলেছেন, মানুষকে ভালোবাসলে আল্লাহ ও তার প্রিয় হাবিব হযরত মুহাম্মদ (সা.) খুশি হন। আর আল্লাহ খুশি হওয়া মানেই পরকালের মুক্তিরপথ প্রসারিত হওয়া। মাইজভান্ডার দরবার শরীফ মানবতার কথা বলে ও মুক্তির কথা বলে। তাই মহামারী করোনাকালে মাইজভান্ডার দরবার শরীফ অসহায়দের পাশে রয়েছে। বাংলাদেশের আনাচে-কানাচে মাইজভান্ডার দরবার আওলাদগণ তাদের সহায়তার হাত প্রসারিত করেছেন।
আজ শুক্রবার (২৯ এপ্রিল) সকালে নগরির আসকার দিঘির পাড়ে অসচ্ছল ও অসহায়দের মাঝে ‘মানবিক ভালোবাসার উপহার’ বিতরণ কালে তিনি একথা বলেন।
আওলাদে মাইজভান্ডারী সৈয়দ গোলাম মোরশেদ মাইজভান্ডারী আর্থিক পৃষ্ঠপোষকতায় ও মানবিক সংগঠন মুসাফিরের উদ্যোগে অসচ্ছল ও অসহায়দের মাঝে ‘মানবিক ভালোবাসার উপহার’ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চকবাজার থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নাজিম উদ্দিন, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে)র নির্বাহী সদস্য ও মানবিক সংগঠন মুসাফিরের আহ্বায়ক মুহাম্মদ মহরম হোসাইন, সাংবাদিক মোরশেদ আলম, সাংবাদিক আমান বাদশা প্রমুখ।