কক্সবাজার করেসপন্ডেন্ট, সিএনএন বাংলাদেশ ::
কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ি বন্দরে ন্যায্য পাওনা ও নিয়মবহির্ভূত শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে ধর্মঘট করছেন পসকো কোম্পানির শ্রমিকরা। নানা সংকটে ছয় দফা বাস্তবায়নের দাবিতে তারা এ ধর্মঘট করছেন।
বুধবার সকাল থেকে বন্দরের প্রধান ফটকে তালা দিয়ে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা। প্রায় সাড়ে চার হাজার শ্রমিক পসকো কোম্পানির মাধ্যমে বিদ্যুৎকেন্দ্রে কাজ করছেন, যাদের বেশিরভাগ ধর্মঘটে যোগ দিয়েছেন।
আন্দোলনের কারণ হিসেবে শ্রমিকরা বলছেন, আন্তর্জাতিক শ্রমিক আইনে ডিউটির সময় আট ঘণ্টা হলেও পসকো কোম্পানি দ্বারা ১০ ঘণ্টা বেসিক ডিউটি করানো হয়েছে, যার টাকা কোম্পানির কাছে পাওনা আছে।
এছাড়াও শ্রমিকরা অভিযোগ করেছেন, তাদেরকে চিকিৎসা ভাতা দেয়া হয়না। শ্রমিক ছাঁটাইয়ের আগে নোটিশ দেয়ার নিয়ম থাকলেও সে নিয়ম মানছে না কর্তৃপক্ষ। এরকম ছয়টি দাবী নিয়ে মূলত শ্রমিকদের আন্দোলন চলছে।
তবে মাতারবাড়ি কোল-পাওয়ার জেনারেশন কোম্পানির প্রকল্প পরিচালক আবুল কালাম আজাদের দাবি, বন্দরের কাজ প্রায় শেষ। তাই শ্রমিক দরকার না পড়ায় ছাটাই করা হচ্ছে। বাকি দাবিগুলো আলোচনা করা হবে।