নিউজ ডেস্ক, চট্টগ্রাম :: পূর্ব মাদারবাড়ি মাঝিরঘাট রোডস্থ মহরম নূর মোহাম্মদ মাস্টার বাই লেইন নিবাসী মাস্টার সাহেবের জামাতা ও ৩০ নং মাদারবাড়ি আওয়ামী লীগের মহিলা নেত্রী মোছাম্মদ নুরনাহার বেগম এর স্বামী এবং মাদারবাড়ি মুক্তকন্ঠ গ্রিনের সহ-সভাপতি আবুল হাসনাতের পিতা সমাজ সেবক আবুল কালাম আজ ২ মে ৱবিবাৱ সকাল সাড়ে আটটায় চিকিৎসাধীন অবস্থায় একটি হাসপাতালে ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। তিনি স্ত্রী দুই ছেলে এক মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে যান।
বাদ আসর মাঝিরঘাট বিবি মসজিদে মহরম এর নামাজের জানাজা শেষে নগরীর বাইশ মহল্লা কবরস্থানে দাফন করা হয়।
তাহার মৃত্যুতে গভীর ভাবে শোক প্রকাশ করেন মাঝিরঘাট সমাজ উন্নয়ন পরিষদের সভাপতি ও মাদারবাড়ি মুক্তকণ্ঠ গ্রিন এর পরিচালনা পরিষদের চেয়ারম্যান নূর মোহাম্মদ ও নগর আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও মুক্তকণ্ঠ গ্রিনের সভাপতি মোঃ মশিউর রহমান চৌধুরী এবং সাধারণ সম্পাদক মোঃ হারুন অৱ রশিদ পৃথক পৃথক বিবৃতিতে গভীর ভাবে শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীরভাবে সমবেদনা জ্ঞাপন করেন। এছাড়া পৃথক আরেক বিবৃতিতে সিএনএন বাংলাদেশ এর প্রকাশক ও ম্যানেজিং এডিটর মোহাম্মদ শারাফাত আলী রিচার্ড গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।