মায়ের চিৎকারে ঘুম ভাঙল শিশুর, বাবার হাতে দেখল ছুরি

0
29

রাজধানীর যাত্রাবাড়ি থেকে রুপা আক্তার (৩০) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৩ নভেম্বর) সকালে গোবিন্দপুরে আবু তাহেরের বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত রুপা বাসা বাড়িতে কাজ করতেন। তার স্বামী আব্দুল জাহের (৪০) দিনমজুর। তবে মাঝে মাঝে রিকশা চালান তিনি। পুলিশ বলছে, রুপাকে হত্যা করে পালিয়েছে জাহের।

ওয়ারি বিভাগের উপকমিশনার শাহ ইফতেখার আহমেদ বলেন, রুপা-জাহেরের আট বছরের ছেলে রয়েছে। তার কান্নার শব্দে প্রতিবেশীরা ছুটে এসে দেখেন রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন রূপা। তার বুকের বাম পাশে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। ঘটনাস্থলেই ওর মৃত্যু হয়।

পুলিশের ধারণা, পারিবারিক বিরোধের জেরে ঘুমন্ত অবস্থায় রুপাকে হত্যা করে পালিয়েছেন জাহের।

তাদের ছেলের বরাত দিয়ে ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাযহারুল ইসলাম বলেন, মায়ের চিৎকারে শিশুটির ঘুম ভাঙে। এসময় তার বাবার হাতে ছুরি দেখে সে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।