মিতু হত্যা: প্রথম মামলায় বাদীর দেয়া নারাজির শুনানি শেষ, আদেশ ৩ নভেম্বর

0
15

চট্টগ্রামে মাহমুদা মিতু হত্যায় দায়ের করা প্রথম মামলায় পিবিআইয়ের দেয়া চূড়ান্ত প্রতিবেদনের বিরুদ্ধে বাদীর নারাজির ওপর আদেশ ৩ নভেম্বর। 

বুধবার (২৭ অক্টোবর) সকালে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহনাজ রহমানের আদালতে এ বিষয়ে শুনানী হয়। 

এসময় আদালতে হাজির করা হয় মামলার বাদী ও মিতু হত্যার দ্বিতীয় মামলায় আটক পুলিশের সাবেক এসপি বাবুল আকতারকে। এতে তার আইনজীবী চূড়ান্ত প্রতিবেদনের বিরুদ্ধে যুক্তি তুলে ধরেন। 

২০১৬ সালের ৫ জুন স্ত্রী মাহমুদা মিতু হত্যার পর মামলাটি দায়ের করেন বাবুল আকতার। এ মামলায় গত মে মাসে চূড়ান্ত প্রতিবেদন দেয় পিবিআই। 

এরপরই বাবুলসহ ৮ জনের বিরুদ্ধে নতুন মামলা করেন মিতুর বাবা।