মিরপুরে খালে পড়ে নিখোঁজ ব্যক্তিকে ৬ ঘণ্টা পর জীবিত উদ্ধার

0
10

রাজধানীর মিরপুরের কালশীতে খালে পড়ে নিখোঁজ ব্যক্তিকে ছয় ঘণ্টা পর জীবিত উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। বৃহস্পতিবার (১৪ অক্টোবর) বিকেল ৩টার দিকে তাকে উদ্ধার করা হয়।

ফায়ার সার্ভিসের দায়িত্বরত কর্মকর্তা লিমা খানম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ওই খালে টানা ছয় ঘণ্টা অভিযান চালিয়ে নিখোঁজ ব্যক্তিকে জীবিত উদ্ধার করেছেন ডুবুরিরা । তার বয়স আনুমানিক ৪০ বছর। তবে নাম-পরিচয় শনাক্ত করা যায়নি। তাকে পল্লবী থানা হস্তান্তর করা হয়েছে।

এর আগে সকাল ৯টার দিকে মিরপুরের কালশীতে ২২তলা গার্মেন্টসের পাশে খালে পড়ে নিখোঁজ হন এক ব্যক্তি। এরপর খবর পেয়েই সঙ্গে সঙ্গে সেখানে উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।