কুমিল্লায় মুক্তিযোদ্ধাকে মারধরের পর অর্থ ও স্বর্ণালংকার লুটের অভিযোগে সাত পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা হয়েছে।জেলার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করা হয়। বিষয়টি আমলে তদন্তের পর আগামী ২৯ সেপ্টেম্বরের মধ্যে প্রতিবেদন জমা দিতে পুলিশ সুপারকে নির্দেশ দেন আদালত।
গত মঙ্গলবার ব্রাহ্মণপাড়ার চালনা গ্রামে লোকমান হোসেন নামে এক ব্যক্তির খোঁজে যায় সাদা পোশাকের পুলিশ। এসময় তারা ওয়ারেন্ট ছাড়াই আবুল কালাম আজাদের বাসা তল্লাশী করে। একই সাথে ঘরের আসবাবপত্র ওলোট-পালট, অর্থ ও স্বর্ণালংকার নিয়ে যায়।
বিষয়টি নিয়ে আবুল কালামের বাবা মুক্তিযোদ্ধা জামাল আহাম্মেদ প্রশ্ন করলে তাকে মারধর ও তার দুই ছেলেকে আটকের দাবি করা হয়।
অভিযোগ তদন্তের বিষয়ে কুমিল্লা জেলা পুলিশ সুপার ফারুক আহমেদ বলেন, মামলার প্রেক্ষিতে আদালত অভিযোগ তদন্তের দায়িত্ব দিয়েছেন। অভিযোগটি আমরা তদন্ত করে দেখবো।