মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাবুদ্দিনের ইন্তেকাল: বিভিন্ন মহলের শোক

0
139

স্টাফ করেসপন্ডেন্ট, চট্টগ্রাম :: বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম জেলা ইউনিটের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. সাহাবউদ্দিন ইন্তেকাল করেছেন । শুক্রবার (২৩ এপ্রিল) সকাল সোয়া ১০টায় চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন)। মৃতুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর।

বিষয়টি নিশ্চিত করে তার জামাতা এলবিয়ন গ্রুপের চেয়ারম্যান রইসুুল উদ্দিন সৈকত জানান, কমান্ডার সাহাবুদ্দিন করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। করোনামুক্ত হওয়ার পর কভিড পরবর্তী নানা জটিলতা ও বার্ধক্যজনিত কিছু সমস্যায় ভুগছিলেন।

মিরসরাই উপজেলার মিঠানালা ইউনিয়নের মলিয়াইশ গ্রামের মরহুম হাফেজ আহমদের ১ম পুত্র বীর মুক্তিযোদ্ধা মো. সাহাবউদ্দিন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে, ৩ মেয়ে ও অসংখ্য আত্মীয়-স্বজন-গুণগ্রাহী এবং মুক্তিযুদ্ধের সহযোদ্ধা রেখে গেছেন।

মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিটের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহমেদ জানান, দুপুর ২টায় মোহাম্মদপুর সোসাইটিতে মরহুমের প্রথম জানাজা ও শ্রদ্ধা নিবেদন করা হবে। সন্ধ্যা ৭টায় গ্রামের বাড়ি মিরসরাইয়ে দ্বিতীয়  জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে।

সহযোদ্ধার স্মৃতি চারণ করতে গিয়ে বীর মুক্তিযোদ্ধা ও যুদ্ধকালীন কমান্ডার ডা. মাহফুজুর রহমান বলেন, সাহাবুদ্দিন নিউক্লিয়াসের সক্রিয় কর্মী ছিল। ১৯৬৮ সালে ঢাকায় গ্রেপ্তার হয়েছিল। গ্রেপ্তার হয়েও সে স্লোগান দিয়েছিল- ‘বীর বাঙালি অস্ত্র ধর, বাংলাদেশ স্বাধীন কর’। মহান মুক্তিযুদ্ধে সাহাবুদ্দিন মীরসরাই অঞ্চলে বেশ কয়েকটি অপারেশন চালিয়েছিল।

এই বীর মুক্তিযোদ্ধার মৃত্যুতে গভীর শোক প্রকাশসহ শোকাহত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন  বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, যুদ্ধকালীন সাব-সেক্টর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহমদ, ডেপুটি কমান্ডার শহীদুল হক চৌধুরী সৈয়দ, সহকারী কমান্ডার সাধন চন্দ্র বিশ্বাস, সহকারী কমান্ডার খোরশেদ আলম (যুদ্ধাহত), জেলা ইউনিটের ডেপুটি কমান্ডার একেএম সরোয়ার কামাল দুলু, সহকারী কমান্ডার আহমেদ হোসেন, সহকারী কমান্ডার এ কে  আলাউদ্দিন, সহকারী কমান্ডার নাছির উদ্দন, সহকারী কমান্ডার আবদুর রাজ্জাক, সহকারী কমান্ডার মো. হারুন, সহকারী কমান্ডার বদিউজ্জামান, সহকারী কমান্ডার বোরহান উদ্দিন

এছাড়াও তাঁর মৃত্যুতে জেলা, মহানগরীর সকল থানা কমান্ডার, ডেপুটি কমান্ডার, সহকারী কমান্ডার, সবর্স্তরের বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির সদস্য মো. সরওয়ার আলম চৌধুরী মনি, জেলা কমিটির আহবায়ক ইঞ্জিনিয়ার মশিউজ্জামান সিদ্দিকী পাভেল, সদস্য সচিব কামরুল হুদা পাভেল, মহানগর কমিটির আহবায়ক শাহেদ মুরাদ সাকু, সদস্য সচিব কাজী মুহাম্মদ রাজীশ ইমরানসহ  বীর মুক্তিযোদ্ধার সন্তানেরা শোক প্রকাশ করেছেন।