মুক্তিযোদ্ধা ফজলুল হকের স্ত্রী, সমাজসেবী ‘রত্নগর্ভা মা বেগম লায়লা হক’-এর শয্যাপাশে স্বাস্থ্য পরিচালকসহ অন্যরা

0
15

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর, রাউজান থানা আওয়ামী লীগের অন্যতম প্রতিষ্ঠাতা, ১১নং পশ্চিম গুজরা ইউনিয়ন আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও ইউনিয়ন পরিষদের প্রথম নির্বাচিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মরহুম এ.কে ফজলুল হক চেয়ারম্যান-এর অসুস্থ সহধর্মিণীকে দেখতে গেছেন চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হাসান শাহরিয়ার কবীর-এর নেতৃত্বে একদল চিকিৎসক।
চিকিৎসকগণ মহান মুক্তিযুদ্ধে রাউজানে ‘হযরত আলহাজ্ব ওচমান আলী মাস্টার রহ.-এর বাড়ির শেল্টার হাউজ’ প্রধান বীর নারী সরকার ও বিভিন্ন সংগঠন-সংস্থা কর্তৃক ‘রত্নগর্ভা মা’ সম্মাননায় সংবর্ধিত বিশিষ্ট সমাজহিতৈষী এবং আমরা করবো জয়-এর প্রধান পৃষ্ঠপোষক আলহাজ্ব বেগম লায়লা হকের শয্যাপাশে সময় কাটান এবং তাঁর চিকিৎসার খোঁজ-খবর নিয়ে সুস্থতা প্রত্যাশা করেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনাও দেন।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক (উপ-পরিচালক) ডা. সেখ ফজলে রাব্বি, সিনিয়র কনসালটেন্ট (কার্ডিওলজী) ডা. এ এইচ এম শফিউর রহমান, জুনিয়র কনসালটেন্ট (মেডিসিন) ডা. এ এইচ এম হামিদুল্লাহ মেহেদি, আবাসিক মেডিকেল অফিসার ডা. আহমেদ তানজিমুল ইসলাম, হিসাবরক্ষণ কর্মকর্তা নাসির উদ্দিন খালেদ, স্বাস্থ্য পরিচালকের পি.এ শাহাদাত হোসাইন, হেলথ এডুকেটর ফয়েজ আহম্মেদ প্রমুখ।
বেগম লায়লা হকের কনিষ্ঠ পুত্র চট্টগ্রাম জেনারেল হাসপাতালের পরিসংখ্যানবিদ (ভারপ্রাপ্ত) শওকত আল-আমিন পরিবারের পক্ষ থেকে চিকিৎসকদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।