নির্বাচন কমিশনের হাতে আছে অদ্ভুত এক জাদুর কাঠি। যাতে ইসির সার্ভার থেকে এখন ঘটছে মৃত্যু জালিয়াতির মতো ভয়াবহ সব ঘটনা। জালিয়াতির মাধ্যমে এই সার্ভার এখন মেরে ফেলছে জীবিত মানুষকে। আবার কখনো মৃত ব্যক্তির পরিচয় দিচ্ছে আরেকজনকে।
ধানমন্ডির আলতাফ হোসেন গত দেড় বছরে ৫০ বারেরও বেশি এসেছেন নির্বাচন কমিশন ভবনে। কেননা তিনি যার জমি কিনেছিলেন, সেই ব্যক্তি মারা গেছেন বছর দেড়েক আগে। কিন্তু এনআইডি সার্ভার থেকে সেই ব্যক্তি নাকি আবারও জীবিত হয়েছেন, করছেন জমি বেচাকেনাও। মৃত্যু ব্যক্তি কিভাবে জমি বেচাকেনা করছেন, তার উত্তর খুঁজতে বার বার ধর্না দিচ্ছেন নির্বাচন কমিশনে।
এমন আরও ৩০টির বেশি অভিযোগ জমা পড়েছে নির্বাচন কমিশনে। এই অভিযোগের সূত্র ধরে আমাদের অনুসন্ধান শুরু।
উত্তর খুজতে চ্যানেল 24 এর যাত্রা বরিশালের বাকেরগঞ্জের গারুড়িয়া ইউনিয়নে। আলতাফ হোসেনের জমির মালিক মোক্তার আহমেদ দেড় বছর আগে মারা গেলে তাকে দাফন করা হয় গ্রামের বাড়ির পারিবারিক কবরস্থানে।