স্পেশাল করসপন্ডেন :-
চট্টগ্রামে দিকে ধেয়ে আসা ঘুর্নিঝড় “মোখা ” মোকাবিলায় চট্টগ্রাম জেলা প্রশাসনের পাশাপাশি চট্টগ্রাম পাবলিক প্রসিকিউটর কার্যালয়ে কন্ট্রোল রুম খোলা হয়েছে। চট্টগ্রাম জেলায় কর্মরত সকল সরকারি আইন কর্মকর্তাকে নিজ, নিজ এলাকার জেলা প্রশাসন উপজেলা প্রশাসন, স্হানীয় জনপ্রতিনিধি, সেবা সংস্থা ও সেচ্ছাসেবী সংগঠনের সাথে সার্বক্ষনিক যোগাযোগ রক্ষা করে নিজ এলাকায় প্রণয়নকারী ঘূর্ণিঝড় মোখায় আক্রান্ত হলে এলকাবাসীর সাহায্যার্থে এগিয়ে এসে সার্বিক সহযোগিতা করার জন্য সকল আইন কর্মকর্তাগনকে অনুরোধ জানিয়েছেন চট্টগ্রাম জেলা পাবলিক প্রসিকিউটর শেখ ইফতেখার সাইমুল চৌধুরী,
চট্টগ্রাম জেলা পাবলিক প্রসিকিউটর কার্যালয় থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, জেলা পাবলিক প্রসিকিউটর অফিস সার্বক্ষিক মোখা মোকাবিলায় জেলা প্রশাসন, সেবা সংস্হা গুলোর সাথে সমন্বয় করে পরিস্থিতি নজরে রাখছে। কোন এলাকায় আক্রান্ত হলে দ্রুত সরকারি বেসরকারি সংস্থা গুলোর সাথে যোগাযোগ করার পাশাপাশি প্রয়োজনে
- নাম্বারে ফোন করে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়।