যত খুশি তারা গালি দিক, আইন অনুযায়ী চলব

0
19

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর কোনও সুযোগ দেশের আইনে নেই বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। বৃহস্পতিবার (১৮ নভেম্বর) জাতীয় সংসদে বিএনপির এক সাংসদের আবেদনের পরিপ্রেক্ষিতে তিনি এ কথা জানান।

আইনমন্ত্রী বলেন, ৪০১ ধারায় খালেদা জিয়ার সাজা স্থগিত করে জামিন দেয়া হয়েছে। সাধারণত এ ধারায় একটি বিষয় নিষ্পত্তি হয়। ফলে আবার ৪০১ ধারায় সেই বিষয়ে সিদ্ধান্ত নেয়ার কোনও সুযোগ নেই।

আনিসুল হক বলেন, ‘আমি আইন অনুযায়ী এ কথা বলছি। দেশে আইনের শাসন রয়েছে। যত খুশি তারা আমাকে গালি দিক। কিন্তু কিছু করার নেই। আইন মোতাবেক চলব।’

ছয় দিনের ব্যবধানে খালেদা জিয়াকে আবার রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত রোববার তাকে নিবিড় পর্যবেক্ষণে সিসিইউতে রাখা হয়েছে।

কয়েকদিন আগে খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেয়ার অনুমতি চেয়ে আবেদন করা হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে লিখিত আবেদনটি করেন তার ভাই শামীম ইস্কান্দর। অসুস্থতার জন্য টানা ২৬ দিন ওই হাসপাতালে চিকিৎসা নেন সাবেক প্রধানমন্ত্রী।