চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ তিনজন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৫ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার চন্দ্রঘোনা কালুগোট্টা হাজীপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নগরের কোতোয়ালী থানার আসকার দীঘির পাড় এলাকার ডেজি দত্ত (৩৫), আবুল কালাম (৬৮) ও মো. আকবর (২৫)।
রাঙ্গুনিয়া সার্কেল এসপি শামীম আনোয়ার বলেন, ‘চট্টগ্রাম-কাপ্তাই সড়কের রাঙ্গুনিয়ার কালুগোট্টা নামক স্থানে ট্রাক-সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৮ জন। আহতদের রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত আবদুল কাদেরকে চমেকের ২৮ নম্বর নিউরোসার্জারি ওয়ার্ডে চিকিৎসা দেয়া হচ্ছে। তার অবস্থা আশঙ্কাজনক।’