রাস্তার উপর পল্লী বিদ্যুতের খুঁটি : বোয়ালখালীতে বিদ্যুতস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু

0
46

বোয়ালখালী করেসপন্ডেন্ট :: বোয়ালখালীতে রাস্তার উপর পল্লী বিদ্যুতের খুঁটিতে ট্রাকের ধাক্কায় হেলপারের মৃত্যু হয়েছে।

নিহত হেলপারের নাম মো. রফিক (৫৫)।  শনিবার (৮ জুন) ভোর পাঁচটায় পৌরসভার জমাদার হাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রফিক রাউজান উপজেলার খতীব বাপের বাড়ির মহিউদ্দীনের ছেলে।

স্থানীয়রা বলেন, ভোর পাঁচটার দিকে একটি ট্রাক এসে বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কা দেয়। এসময় কয়েকটি বৈদ্যুতিক তার ছিড়ে যায়। তার সরাতে গিয়ে ট্রাকের হেলাপরটি বিদ্যুৎস্পৃস্ট হয়। পরে তাঁকে উপজেলা স্বাস্থ্য নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার সাবরিনা তাঁকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়রা জানান, বোয়ালখালী পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষকে বার বার অবহিত করার পরও রাস্তার ভিতর থেকে খুটিটা সরানো হয়নি। এতে করে রাতে গাড়ি দুর্ঘটনায় পতিত হয়। অপরিচিত ড্রাইভার বলে রাস্তার খুঁটির জন্য আজকের এই দুর্ঘটনা বলে স্থানীয়রা বোয়ালখালী পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষকে দায়ি করেছে।