দেশে এমন কোনো পরিস্থিতি সৃষ্টি হয়নি রেড অ্যালার্ট জারি করতে হবে। জনগণের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখার জন্য টহল ব্যবস্থা ও নজরদারি বাড়ানো হয়েছে।
বুধবার (২৪ নভেম্বর) বিকেলে পুলিশ সদরদপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) মো. কামরুজ্জামান জাগো নিউজকে এ তথ্য জানান।
তিনি বলেন, পুলিশ সদস্যের সবসময়ই সতর্ক অবস্থানে থাকতে বলা হয়। সামনে ২৮ ডিসেম্বর থেকে ইউনিয়ন পরিষদ নির্বাচনে ফের কোনো সহিংসতা না হয়, এজন্য দেশব্যাপী সব থানায় পুলিশকে সতর্ক থাকতে বলা হয়েছে। গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে।
অনুরূপভাবে রাজধানীতেও যেন আইনশৃঙ্খলা পরিস্থিতির কোনো ব্যত্যয় না ঘটে, সে জন্য সব পুলিশ সদস্যকে টহল ও নজরদারি বাড়াতে