লকডাউনে রাজধানীর কাঁচাবাজারে পণ্য সরবরাহ রয়েছে স্বাভাবিক। দামেরও বড় কোন তারতম্য নেই। তবে বৈরি আবহাওয়ার কারণে ক্রেতার সংখ্যা কম।
একেতো লকডাউন তারপর আষাঢ়ের ঝুম বৃষ্টি। রাজধানীর কাঁচাবাজারে তাই ক্রেতার চেয়ে বিক্রেতার উপস্থিতি বেশি। মসলা জাতীয় পণ্য পেঁয়াজের মজুদ ভালো। দাম আগের মতোই। রসুন আগের দামে বিক্রি হলেও দাম কমেছে আদার।
অতিরিক্ত বৃষ্টিতে সবজির বাজার বসেনি। তবে যেসব বিক্রেতা এসেছেন তারা কম দামেই বিক্রি করছেন পণ্য। ক্রেতাদের অনুযোগটাও আগের মতো নেই।
মসলার বাজারেও নেই কোন উত্তাপ। স্বাভাবিক দামেই বিক্রি হচ্ছে পণ্য।
বৈরী আবহাওয়ায় কাঁচা পণ্যের সরবরাহে বাধা না আসলে দাম বাড়ার কোন কারণ নেই বলে জানান বিক্রেতারা।