ঝালকাঠির সুগন্ধা নদীতে বরগুনাগামী এমভি অভিযান-১০ লঞ্চ দুর্ঘটনায় নিহতদের ৫০ লাখ ও গুরুতর আহতদের ২০ লাখ ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে।
রোববার (২৬ ডিসেম্বর) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় অ্যাডভোকেট ইউনুস আলী আকন্দ রিট আবেদনটি করেন।
তিনি বলেন, দুর্ঘটনায় মৃতব্যক্তির পরিবারকে যে সাহায্য দেয়া হচ্ছে, সেটি একেবারেই নগণ্য।
রিট আবেদনে নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিব, বিআইডব্লিউটির মহাপরিচালক ও লঞ্চের মালিককে বিবাদী করা হয়েছে। দুর্ঘটনার প্রকৃত ঘটনা উদ্ভাবনের বিচার বিভাগীয় তদন্ত চাওয়া হয়েছে।
সোমবার (২৭ ডিসেম্বর) রিটের শুনানী হওয়ার কথা রয়েছে।
বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) দিনগত রাত ৩টার দিকে ঢাকা থেকে বরগুনাগামী এমভি অভিযান-১০ লঞ্চটিতে আগুনের ঘটনা ঘটে। খবর পেয়ে বরিশাল, পিরোজপুর, বরগুনা ও ঝালকাঠির কোস্টগার্ড এবং ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধারকাজ শুরু করেন।
ওই ঘটনায় এ পর্যন্ত ৪১ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে।