লাব্বাইক ধ্বনিতে মুখরিত আরাফাতের ময়দান

0
16

আন্তর্জাতিক ডেস্ক, সিএনএন বাংলাদেশ :: ৯ জিলহজকে বলা হয় আরাফার দিন বা হজের মূল দিবস। কয়েক লক্ষ হাজীর উপস্থিতিতে মুখরিত হয়ে উঠেছে আরাফার ময়দান। পবিত্র হজ পালন করতে আসা হাজীদের কণ্ঠে ধ্বনিত হচ্ছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইকা লা শারিকা লাকা লাব্বাইক, ইন্নাল হাম্‌দা ওয়ান নিমাতা লাকা ওয়াল মুল্‌ক, লা শারিকা লা। মহান আল্লাহর কাছে হাজীরা জানান দিচ্ছেন, প্রভুর ডাকে হাজির হয়েছেন তারা।

তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু জানিয়েছে, এবারের হজে প্রায় ২ মিলিয়ন বা ২০ লক্ষের বেশি হাজী উপস্থিত হয়েছেন। তবে তীব্র গরমের কারণে বেশ সমস্যায় পড়তে হচ্ছে হাজীদের। আজ মক্কার তাপমাত্রা বেড়ে প্রায় ৪৪ ডিগ্রি পর্যন্ত দাঁড়াতে পারে বলে সম্ভাবনা প্রকাশ করেছে আবহাওয়া বিষয়ক ওয়েবসাইটগুলো। তবে হাজীদের কষ্ট নিরসনে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে সৌদি কর্তৃপক্ষ। আরাফার ময়দানে আসা হাজীদের অধিকাংশই ছাতা নিয়ে হজ করছেন। এছাড়া আরাফার ময়দান জুড়ে পানি ছিটানোর ব্যবস্থা করা হয়েছে।

এ বছর পবিত্র হজের খুতবা প্রদান করবেন পবিত্র মসজিদুল হারামের ইমাম ও খতিব শায়েখ ড. মাহের আল মুয়াইকিলি। আরাফার ময়দানের মসজিদে নামিরায় জোহরের নামাজের আগে এই খুতবা দেবেন তিনি। আজ সন্ধ্যায় মুজদালিফার উদ্দেশ্যে আরাফাহ ত্যাগ করবেন হাজীরা। মাগরিব ও ইশার নামাজ সেখানেই আদার করা হবে। এছাড়া আজ মুজদালিফায় রাত্রিযাপন করবেন তারা। পরবর্তীতে সকালে উঠে শয়তানকে পাথর নিক্ষেপের জন্য নুড়ি সংগ্রহ করবেন হাজীরা। পরদিন সকালে শয়তানের স্তম্ভে ঢিল ছুঁড়েবেন তারা। এরপরই শুরু হবে কুরবানির আনুষ্ঠানিকতা।