শতভাগ ঘরে বিদ্যুৎ পৌঁছানোই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী

0
24

২০০৯ সালে সরকার গঠনের পর থেকেই বিদ্যুৎ উৎপাদনে গুরুত্ব দেয় আওয়ামী লীগ। এরই সুফল হিসেবে দেশ এখন শতভাগ বিদ্যুতায়নের পথে। বিদ্যুৎ ব্যবহারে সবাইকে মিতব্যয়ী হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (১২ সেপ্টেম্বর) গণভবন থেকে ভার্চুয়ালি নতুন ৫টি বিদ্যুৎকেন্দ্রের উদ্বোধনে এ আহবান জানান তিনি। বাগেরহাট, সিলেট, হবিগঞ্জ, নারায়ণগঞ্জ এবং চট্টগ্রামের এ কেন্দ্রগুলো থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে ৭শ’ ৭৯ মেগাওয়াট বিদ্যুৎ।

বক্তব্যে সরকার প্রধান বলেন, বিদ্যুৎ উৎপাদন বাড়াতে সরকারি পদক্ষেপের পাশাপাশি উৎসাহিত করেছে, বেসরকারি ও বিদেশি বিনিয়োগে। একই সাথে সরবরাহ নিশ্চিতে করা হয়েছে সঞ্চালন লাইন।

বিএনপি সরকার বিদ্যুৎ খাতে লুটপাটের রাজত্ব চালিয়েছে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জানান, সেই অবস্থা থেকে দেশে এখন লক্ষ্যমাত্রার চেয়েও বেশি উৎপাদন হচ্ছে। বিদ্যুতের ব্যবহার নিয়ে ভবিষ্যত পরিকল্পনা তুলে ধরেন তিনি।

শেখ হাসিনা জানান, পরিবেশের কথা মাথায় রেখেই প্রকল্প হাতে নেয় সরকার। বিদ্যুতে প্রচুর ভর্তুকি দিতে হয় জানিয়ে; এর ব্যবহারে সবাইকে মিতব্যয়ী হওয়ার আহ্বান তার।