বোয়ালখালী প্রতিনিধি:বিপুল উৎসাহ উদ্দীপনায় শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষা’১৯ বোয়ালখালী জোনের পুরস্কার বিতরণী (বৃত্তি প্রদান) অনুষ্ঠান গতকাল উপজেলাস্থ বি.আর.ডি.বি প্রশিক্ষণ হলে জোন সমন্বয়ক এম. তৌহিদ মুরাদ সুমনের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সচিব সাংবাদিক এম. জাহিদ হাসানের পরিচালনায় অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় সংসদের উপদেষ্টা, বুড়িশ্চর জিয়াউল উলুম কামিল মাদরাসার অধ্যক্ষ আল্লামা এস.এম. ফরিদ উদ্দীন।
উদ্ভোধক ছিলেন কেন্দীয় সংসদের উপদেষ্টা ও আন্তর্জাতিক সেবামূলক প্রতিষ্ঠান আঞ্জুমানে খুদ্দামুল মুসলেমিন (একেএমবি)’র ভারপ্রাপ্ত সচিব স.ম. হামেদ হোসাইন।
প্রধান বক্তা ছিলেন ইসি ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ মোখতার উদ্দীন।
বিশেষ অতিথি ছিলেন বাদশা মাবিয়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ এন.এম. ফখরুদ্দীন, বোয়ালখালী সিরাজুল ইসলাম ডিগ্রী কলেজের প্রভাষক এম. জয়নাল আবেদীন, বোয়ালখালী জোন উপদেষ্টা ও নূর মুহাম্মদ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মওলানা খ.ম. মোজ্জামেল হক।
বিশেষ বক্তা হিসেবে উপস্থিত শহীদ লিয়াকত স্মৃতি কেন্দ্রীয় সংসদের সচিব অধ্যাপক ইরফান উদ্দীন। স্বাগত বক্তব্য রাখেন প্রস্তুতি কমিটির সচিব মুহাম্মদ সাইফুল ইসলাম।
অন্যান্যদের মাঝে আরো বক্তব্য রাখেন জনাব নূরুল হুদা, নূর মুহাম্মদ, মামুনুর রশীদ মামুন, তৌহিদুল আলম আকিব, ফয়েজ উদ্দীন মামুন, হাফেজ মানিক, মিজানুর রহমান প্রমূখ।
প্রধান অতিথি বলেন, ” আজকের শিক্ষার্থীরাই আগামী দিনে জাতির নেতৃত্ব দেবে, দেশ, সমাজ ও মানব সেবাই এগিয়ে আসতে সক্ষম হবে।” তিনি অভিভাবকদের নিজ সন্তানের পড়ালেখা সহ সার্বিক কর্মকাণ্ডের প্রতি সব সময় দৃষ্টি রাখার উপর গুরুত্ত্বারোপ করেন।
উল্লেখ্য শহীদ লিয়াকত স্মৃতি সংসদ বোয়ালখালী জোনের আওতায় দুটি কেন্দ্রে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়, মোট ১১৩ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়।