30.2 C
Chittagong
Tuesday, 15 July 2025
বাড়িTop Newsশিক্ষাপ্রতিষ্ঠানে স্বাস্থ্য সুরক্ষায় অবহেলা হলে কঠোর ব্যবস্থা: শিক্ষামন্ত্রী

শিক্ষাপ্রতিষ্ঠানে স্বাস্থ্য সুরক্ষায় অবহেলা হলে কঠোর ব্যবস্থা: শিক্ষামন্ত্রী

 

প্রায় দেড় বছর পর খুললো স্কুল কলেজ। তবে এখনও রয়ে গেছে করোনা সংক্রমণের শঙ্কা। এ অবস্থায় রোববার (১২ সেপ্টেম্বর) রাজধানীর আজিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজে শ্রেণিকক্ষে শিক্ষা কার্যক্রম শুরুর সার্বিক প্রস্তুতি পরিদর্শনে গিয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, স্বাস্থ্যবিধি পর্যবেক্ষণে চলবে নজরদারি। অবহেলায় নেয়া হবে, কঠোর ব্যবস্থা।

- Advertisement -nagad

শিক্ষামন্ত্রী আরও বলেন, করোনা সংক্রমণের হার কমতে থাকায় কারণে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হয়েছে। আমরা ধরে নিয়েছিলাম, ১১ সেপ্টেম্বরের মধ্যে সংক্রমণের হার একেবারে ৫ শতাংশে না হলেও এর কাছাকাছি নেমে আসবে। তার ভিত্তিতেই কিন্তু আমরা শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত নেই। আমরা এই সময়টাকে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার যথার্থ সময় মনে করেছি।

তিনি বলেন, ‘আমার কাছে শয়ে শয়ে মেসেজ এসেছে যে, শিক্ষাপ্রতিষ্ঠান খুলবেন না। আসলে সবদিকেই অনেক মতামত রয়েছে। তার মধ্য থেকেই আমাদের সিদ্ধান্ত নিতে হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হলেও আমরা সেই চিন্তাও মাথায় রেখেছি। যদি কোনো আশঙ্কা দেখা যায়, তাহলে শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে না রেখে আগের পদ্ধতিতে ফিরে যাব।’

দীপু মনি বলেন, ‘শুধু সংক্রমণের হার নয় আমাদের অন্য বিষয়গুলোও বিবেচনায় নিতে হয়েছে। শিক্ষার্থীদের শারীরিক-মানসিকসহ নানাবিধ সমস্যা তৈরি হচ্ছে। এসব মাথায় নিয়েই আমরা শিক্ষাপ্রতিষ্ঠান খুলেছি। করোনার সঙ্গে হয়তো আমাদের আরও অনেক দিন বসবাস করতে হবে।’

- Advertisment -

সর্বশেষ

Translate »