শিক্ষার্থীদের আন্দোলনে বন্ধ মিরপুর রোড

0
13

নিরাপদ সড়কের দাবিতে রাজধানীর ধানমন্ডির ২৭ নম্বর সড়কের উভয়পাশ আটকে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। এ কারণে মিরপুর রোডে বন্ধ রয়েছে সব ধরনের যান চলাচল।

মঙ্গলবার (৩০ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় রাজধানীর ঢাকা কলেজ, সিটি কলেজ, ধানমন্ডি আইডিয়াল কলেজ, ইঞ্জিনিয়ারিং স্কুল অ্যান্ড কলেজসহ আশপাশের বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেন।

শিক্ষার্থীরা বলেন, দীর্ঘদিন ধরে নিরাপদ সড়কের দাবি ছিল তাদের। কিন্তু নানা কারণে সেগুলো বাস্তবায়িত হয়নি। তারা চান অবিলম্বে যেন সড়কে সাধারণ মানুষের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা হয়।

এ সময় বিভিন্ন গাড়ির লাইসেন্স ও ফিটনেস সনদ যাচাই করতেও দেখা যায় শিক্ষার্থীদের।

সড়কে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে বলে জানান তেজগাঁও জোনের এডিসি রুবাইয়াত জামান।  তিনি বলেন, শিক্ষার্থীরা সড়ক অবরোধ করার পর আমরা সহনশীল ভূমিকায় রয়েছি। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ইতোমধ্যে হাফ ভাড়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলছি যেন সড়কে অবরোধ না করেন।